১৪ দল। ২০১ জন সাংসদ। মোদি সরকারের নোট বাতিলের বিরোধিতায় বিক্ষোভ সংসদ ছাড়িয়ে রাজপথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নোট বাতিলের বিরোধিতায় এককাট্টা অধিকাংশ বিরোধী দল। গান্ধিমূর্তির পাদদেশ থেকে যন্তর মন্তর। বিক্ষোভ এবার দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার পালা।
সকাল ১০.৩০
ধর্না গান্ধিমূর্তির পাদদেশে
ধর্নায় কংগ্রেস, তৃণমূল, জেডিইউ, আপ সহ ১৪ দল
advertisement
বেলা ১২.৩০
সংসদ ভবন চত্ত্বরে বিক্ষোভে ২০০ সাংসদ
দুপুর ২.০০
প্রবল বিক্ষোভে মুলতুবি লোকসভার অধিবেশন
দুপুরে যন্তর মন্তরে জনসভায় সুর আরও চড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বলেন, আমাকে গুলি করলেও আন্দোলন থামবে না।রেলে পুরনো নোট নেওয়া হচ্ছে-কৃষিতে হচ্ছে না,কোনও পরিকল্পনা নেই - হঠাৎ করে নোট বন্ধ - সাধারণ মানুষ কি করবে?
বৃহস্পতিবার রাজ্যসভায় থাকতে পারেন প্রধানমন্ত্রী। তার আগে বৃহস্পতিবার সকালে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সেখানে হাজির থাকতে অনুরোধ করে তৃণমূলের সংসদীয় দলনেতাকে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্তকুমার। তৃণমূল সূত্রে খবর, সর্বদলে গেলেও বেশি গুরুত্ব পাবে বিরোধীদের রণকৌশল বৈঠক।