TRENDING:

১৯ রাজ্যে বিজেপি, তবে বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হবে না : অমিত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলায় দাঁড়িয়ে বাংলা দখলের ডাক দিয়ে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ ৷ তৃণমূল সরকারকে সরিয়ে তাঁদের এ রাজ্যে আনার আর্জি রাজ্যবাসীর কাছে রাখলেন অমিত ৷ ক্ষমতায় আসলে নিজেদের প্রমাণ করবেন বলে দাবি জানিয়ে গেলেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড ৷ বাংলা কংগ্রেসকে সুযোগ দিয়েছে, বাম এবং এখন তৃণমূলের ওপরও আস্থা রেখেছেন রাজ্যের মানুষ ৷ একবার বিজেপিকেও সেই দায়িত্ব দিক বাংলার মানুষ, রাজ্যবাসীর কাছে এই অনুরোধ রেখে গেলেন অমিত শাহ ৷
advertisement

আজ মেয়ো রোডের সমাবেশ থেকে তৃণমূল সরকারের কটাক্ষ করতে তাঁর বক্তব্য এই জমানায় রাজ্যে মাফিয়ারাজ চলছে ৷ তৃণমূলের শাসনে বাংলায় অস্ত্র কারখানা তৈরি হয়েছে, বেড়েছে দুর্নীতি, বক্তব্য অমিতের ৷ তিনি আরও বলেন এই রাজ্যে জিডিপির হার ২৫% থেকে ৩% নেমে এসেছে ৷ তাঁর সাফ বক্তব্য বাংলার ক্ষমতা পেয়েও উন্নয়ন করতে পারেনি তৃণমূল সরকার ৷ তবে তিনি জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে শুধুমাত্র রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে বিজেপি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই প্রসঙ্গে তিনি পঞ্চায়েত ভোটের কথা উল্লেখ করে জানান, পঞ্চায়েত ভোটে তাঁদের কর্মীদের ওপর হামলা সত্ত্বেও বিজেপির ফল ভাল ছিল ৷ এতেই উৎসাহী তাদের কর্মীরা, বলছেন অমিত ৷ কর্মী সমর্থকদের উদ্দেশ্য অমিতের বক্তব্য ২০১৯-এ বাংলায় ২২ আসনে জিতবে হবে ৷ এই মুহূর্তে দেশে ১৯টি রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ এবার পাখির চোখ বাংলা ৷ কারণ বিজেপি সভাপতির স্পষ্ট বার্তা 'বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হয় না' ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
১৯ রাজ্যে বিজেপি, তবে বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হবে না : অমিত