আরও পড়ুন: আজ বিজয় দশমী, উৎসব শেষে বিষাদের সুর
ভিড়ে ঠাসা ত্রিধারা সম্মিলনী। লোক টানতে দক্ষিণ কলকাতার এই পুজোর জুড়ি মেলা ভার। নবমী নিশিতেও তার ব্যতিক্রম হয়নি। স্লগওভারে পুজোর আনন্দ ভাগ করে নিতে নবমী নিশিতে যেন, আরও উপচে পড়েছে ভিড়। তার ওপর আবার সেলফি, গ্রুফি তোলার ধুম। আর তা সামলাতে হিমশিম অবস্থা পুলিশের। অগত্যা বাঁশিই হাতিয়ার।
advertisement
আরও পড়ুন: আরও সস্তা হল পেট্রোল-ডিজেল !
হুইসলের আওয়াজে দর্শনার্থীরা যেন একটু বিরক্ত। তাঁদের অভিযোগ, পুলিশের তাড়ায় ঠাকুর দেখাই মাটি হতে বসেছে।
আরও পড়ুন: টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !
দর্শকদের একাংশ মনক্ষুণ্ন হলেও, পুলিশের পাশেই দাঁড়িয়েছেন পুজো উদ্যোক্তারা।
Location :
First Published :
October 19, 2018 10:23 AM IST