আরও পড়ুন: রাজ্যস্তরের দাবাড়ুর বিরুদ্ধে জোর করে গর্ভপাতের অভিযোগ, আত্মীয়ের হাতে মার খেলেন যুবতী
১০ জুন বালুরঘাটের পতিরামে খুন হন অনন্যা ঘোষ। দু’দিন গা ঢাকা দিয়ে থাকার পর, মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়েন আবগারি অফিসার দিবাকর ঘোষ। খুনের তদন্তে নেমে পুলিশের অনুমান, লোহার রড বা ভারী কিছু বস্তু দিয়ে জোরে আঘাত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সুখবর! এক ধাক্কায় দ্বিগুণ হতে চলেছে সরকারি পেনশন স্কিমের মূল্য
-মুখ থেঁতলানো, আঘাত রয়েছে মাথায়। শরীরের ২২ থেকে ২৫ জায়গায় আঘাতের চিহ্ন। হাত-পায়ের হাড় ভাঙা। হাঁটু ও কনুইয়ের চামড়াও উঠে গিয়েছে।
দিবাকরের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও ৪৯৮এ ধারায় গৃহবধূ নির্যাতনের মামলা দায়ের করেছে পুলিশ ৷
আরও পড়ুন: মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
গাড়িতেই অনন্যাকে খুন করা হয়েছে বলে পুলিশ একপ্রকার নিশ্চিত হলেও, অভিযুক্ত পুলিশকে বিভ্রান্ত করতে চাইছে। সূত্রের খবর, দিবাকর পুলিশকে জানিয়েছেন, গাড়িতে উঠতে গিয়ে দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। এদিকে, খুনে আরেক অভিযুক্ত দিবাকরের মা অর্চনা ঘোষের এখনও কোনও খোঁজ নেই। অনন্যার মেয়েরও হদিশ মিলছে না। যা নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। নাতনির কথা ভেবে উদ্বিগ্ন অনন্যার বাবা অমলেন্দু দত্ত রায়।
খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জট খুলতে চায় পুলিশ।