ভাগাড়কাণ্ডের পর এবার বিষ কাণ্ড ! শহরের নামি-দামি রেস্তোরাঁ গুলো ফের দাঁড়াল কাঠগড়ায় ৷ পচা মাংসের পর এবার বিষের সন্ধান পাওয়া গেল শহরের বেশ কিছু অভিজাত রেস্তোরাঁতে ৷
মঙ্গলবার এরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এক পরীক্ষায় ৷ বিধাননগর পুরসভার তরফ থেকে একটি পরীক্ষা চালানো হয়েছিল বিধাননগরের ১৩ টি রেস্তোরাঁতে ৷ এই ১৩ রেস্তোরাঁর খাবারে পরীক্ষা চালানোর পর ৮-৯টির নমুনায় মিলল বিষ ৷ খাবারে মিলেছে ছত্রাকও ৷ মিলেছে খাদ্যে বিষক্রিয়ার প্রমাণও ৷ চিকিৎসকরা বলছেন, এই ধরণের খাবার থেকে ক্যানসারও হতে পারে ৷ এই সব খাবার থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়াও পাওয়া গিয়েছে ৷
advertisement
আজও ডুবতে চলেছে কলকাতা, রাতভোর বৃষ্টির পূর্বাভাস
Location :
First Published :
June 26, 2018 5:39 PM IST