TRENDING:

সল্টলেকের রেস্তোরাঁর খাবারে ‘বিষ’, পরীক্ষা-রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

ভাঙারকাণ্ডের জেরে কলকাতার রেস্তোরাঁরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাঙারকাণ্ডের জেরে কলকাতার রেস্তোরাঁরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ বহু জায়গায় খেতে গিয়ে ভোজনরসিকরা এড়িয়ে যাচ্ছিলেন মাংস ৷ বেশিরভাগ মানুষই ভয় পাচ্ছিলেন খাবারে পচা মাংসের ৷ তবে এবার পচা মাংস নয়, বরং রেস্তারাঁর খাবারে পাওয়া গেল বিষ ৷ সম্প্রতি বিধাননগরের বেশ কিছু রেস্তোরাঁর খাবার পরীক্ষার করে যে রিপোর্ট পাওয়া গেল, তা রীতিমতো চিন্তার বিষয় ৷ বিধাননগর পুরসভার পরীক্ষায় পাওয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮-৯টি রেস্তোরাঁর খাবারে মিলল বিষ ৷ খাবারে পাওয়া গেল ছত্রাকও ৷
advertisement

ভাগাড়কাণ্ডের পর এবার বিষ কাণ্ড ! শহরের নামি-দামি রেস্তোরাঁ গুলো ফের দাঁড়াল কাঠগড়ায় ৷ পচা মাংসের পর এবার বিষের সন্ধান পাওয়া গেল শহরের বেশ কিছু অভিজাত রেস্তোরাঁতে ৷

মঙ্গলবার এরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এক পরীক্ষায় ৷ বিধাননগর পুরসভার তরফ থেকে একটি পরীক্ষা চালানো হয়েছিল বিধাননগরের ১৩ টি রেস্তোরাঁতে ৷ এই ১৩ রেস্তোরাঁর খাবারে পরীক্ষা চালানোর পর ৮-৯টির নমুনায় মিলল বিষ ৷ খাবারে মিলেছে ছত্রাকও ৷ মিলেছে খাদ্যে বিষক্রিয়ার প্রমাণও ৷ চিকিৎসকরা বলছেন, এই ধরণের খাবার থেকে ক্যানসারও হতে পারে ৷ এই সব খাবার থেকে  ক্ষতিকারক ব্যাকটেরিয়াও পাওয়া গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

আজও ডুবতে চলেছে কলকাতা, রাতভোর বৃষ্টির পূর্বাভাস

বাংলা খবর/ খবর/কলকাতা/
সল্টলেকের রেস্তোরাঁর খাবারে ‘বিষ’, পরীক্ষা-রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য