তামিলনাড়ু ও পুদুচেরীতে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে একটি সম্মেলনে তিনি জানিয়েছেন কংগ্রেসের এহেন ব্যবহারের সঠিক উত্তর হল গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা । রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কংগ্রেসের কার্যপদ্ধতি প্রত্যেকটি মানুষের জানা দরকার, জানিয়েছেন মোদি । তাঁর দাবি প্রত্যেকবার ইভিএম সংক্রান্ত অভিযোগ জানিয়ে বারবার সন্দেহের পরিবেশ তৈরি করে কংগ্রেস।
advertisement
রাফাল রায় নিয়েও কংগ্রেসকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী । শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে সেনা, ক্যাগ তথা গোটা গণতন্ত্রকে অপমান করেছে কংগ্রেস, মন্তব্য মোদির ।
Location :
First Published :
December 19, 2018 6:55 PM IST