আরও পড়ুন: এবার ট্রেনেও বেশি মালপত্র নিয়ে উঠলে দিতে হবে ৬ গুণ জরিমানা !
কর্ণাটক নির্বাচনের লাগাতার ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷
আরও পড়ুন: মহিলা যাত্রীর পোশাক খুলিয়ে নগ্ন ছবি তোলার অভিযোগ উঠল ওলা চালকের বিরুদ্ধে
advertisement
তারই মাঝে পেট্রোল-ডিজেলের পাশাপাশি দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। এর জেরে মাথায় হাত মধ্যবিত্তের ৷ তেলের দাম কমলেও তা এত সামান্য মাত্রায় যে তাতে লাভ হয়েছে খুব সামান্যই ৷ এর জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ ৷ তেলের দাম বৃদ্ধির জেরে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
তেলের দাম কমায় এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৭.৭২ টাকা, ৮৫.৫৪ টাকা মুম্বইতে, চেন্নাইয়ে ৮০.৬৮ টাকা ৷