বিমানে সওয়ার না হয়েও মিলবে বার্ড আই ভিউ-এর মজা। সঙ্গে এলাহী খাওয়া-দাওয়ার ব্যবস্থা। মূলত এই দুটি কারণেই নিউটাউনে বিশ্ব বাংলা গেট তৈরির পরিকল্পনা নেয় রাজ্য সরকার। নির্মাণ কাজ শেষ। কথা ছিল, চলতি মাসেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে বিশ্ব বাংলা গেট ও রেস্তোরাঁ। সেই পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে। নিরাপত্তার স্বার্থে এই নির্মাণকে ফিট সার্টিফিকেট দিতে নারাজ দমকল।
advertisement
এতটা উচ্চতায় আগুন জ্বেলে রান্না করা বিপজ্জনক ৷ আগুন লাগলে হাই ল্যাডার না থাকায় উদ্ধারকাজে সমস্যা হতে পারে ৷ দুটি সিঁড়ি ও একটি লিফ্ট দিয়ে উদ্ধারকাজ চালানো নিয়েও সংশয় থাকছে ৷
ভূমিকম্প বা অন্য কোনও দুর্যোগের ধাক্কা আদৌ এই স্থাপত্য সহ্য করতে পারবে কি না, সে বিষয়েও নিশ্চিত হতে চায় প্রশাসন। কেন্দ্রীয় সংস্থা রাইটসকে তা খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।
প্রথমে ঠিক ছিল বিশ্ব বাংলা গেটের মাথায় লোহার তৈরি একটি গ্লোব বসানো হবে। বসানোর সময়ই সেটি নীচে পড়ে যাওয়ায় পরিকল্পনা বদল করতে বাধ্য হয় প্রশাসন। লোহার গ্লোবের বদলে ওই জায়গায় একটি বড় বেলুন ঝোলানোর সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন : প্রার্থনা চলাকালীন হরিয়ানার এক মসজিদে সাময়িক উত্তেজনা