TRENDING:

ফের প্যারিস! প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, আহত ৭ পর্যটক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: প্রকাশ্য রাস্তায় ছুরি হাতে তাণ্ডব চালাল এক দুষ্কৃতী ৷ ছুরির আঘাতে সাতজন ব্রিটিশ পর্যটক গুরুতর আহত হয়েছেন ৷ রবিবার স্থানীয় সময় গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ ছুড়ি এবং একটি লোহার রড নিয়ে বিদেশি পর্যটকদের আক্রমণ করে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ৷
advertisement

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তি আফগান নাগরিক বলে জানা গিয়েছে ৷ তবে, এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গির যোগাযোগ নেই বলে পুলিশ সূত্রে খবর ৷ কোনও উদ্দেশ্য ছাড়াই প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে আক্রমণ চালায় ওই ব্যক্তি ৷

সূত্রের খবর, ছুরির আঘাতে ৭জন গুরুতর আহত হয়েছেন ৷ তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ৷

advertisement

প্রাথমিকভাবে বাসিন দে লা ভিলেট সিনেমাহলে আক্রমণ চালায় ওই দুষ্কৃতী ৷ সেই সিনেমাহলের বাইরে থাকা দুই নিরাপত্তারক্ষীকে লোহার রড ধরে পেটায় অভিযুক্ত ব্যক্তি ৷ এরপর তাকে আটকাতে গেলে ছুরি বের করে আক্রমণ চালায় দুষ্কৃতী ৷

জঙ্গি সংগঠনের সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগসাজস রয়েছে কিনা সেটি তদন্ত করে দেখছে পুলিশ ৷ কারণ এই আক্রমণের উদ্দেশ্য কি ? সেই বিষয়টি এখনও অবধি স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

গত ২৩ অগাস্ট নিজের মা এবং বোনকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে এক ব্যক্তি ৷ এরপর রাস্তায় থাকা সাধারণ মানুষকেও আক্রমণ করার চেষ্টা করে ওই ব্যক্তি ৷ অভিযুক্তকে রুখতে গুলি চালায় পুলিশ ৷  ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্ত ব্যক্তির ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
ফের প্যারিস! প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, আহত ৭ পর্যটক