ব্যক্তিগত প্রয়োজনে মার্কিন সফরে গিয়েছেন আব্বাসি ৷ নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে ঢুকতেই শুরু হল চুলচেরা তল্লাশি ৷ এমনকী, মার্কিন প্রশাসনের আব্বাসিকে কেউ স্বাগত জানাতে বিমানবন্দরেও যাননি৷
advertisement
জিও নিউজের রিপোর্টে বলছে, আব্বাসির ব্যক্তিগত জীবনে আড়ম্বরতার লেশমাত্র নেই ৷ সেই কারণে নিয়ম মেনেই অন্যান্য যাত্রীর মতই তিনি সিকিউরিটি চেক করিয়েছেন ৷ কিছুদিন আগে ব্রিটেন সফরেও তাঁকে একলা দেখা গিয়েছে রেল স্টেশনে ৷
যদিও পাক প্রধানমন্ত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই পাক জনতারা ক্ষোভে ফেটে পড়েছেন ৷ সম্প্রতি আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান ৷ জঙ্গিদের কার্যকলাপে ইতিমধ্যেই পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদদের স্বর্গরাজ্য’র তকমা দিয়ছে আমেরিকা ৷ এছাড়াও পাকিস্তান নাগরিকদের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করার কথা চিন্তা ভাবনা করছে ট্রাম্প প্রশাসন৷ ফের এহেন পরিস্থিতিতে সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে অভিমত রাজনৈতিক মহলের ৷