ওই চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাক-বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশীর সঙ্গে একটি যুগ্ম বৈঠকের আর্জি জানিয়েছেন ইমরান । নতুন সরকার গঠনের পর পাক-মন্ত্রকের তরফে এটিই প্রথম দ্বিপাক্ষিক স্তরের বৈঠকের প্রস্তাব । গত ২০ অগস্ট মোদি একটি চিঠিতে জানিয়েছিলেন ইসলামাদের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি। শান্তি বজায় রাখতে ভারত সর্বদা প্রস্তুত, জানিয়েছিলেন মোদি ।
advertisement
২০১৬ সালে উরিতে সন্ত্রাসবাদী হামলার পরে দুই দেশের সম্পর্কের অবনতি হয় ও ভারত এর আগেও সাফ জানিয়ে দিয়েছিল যে সন্ত্রাসমূলক কোনও কাজের সঙ্গেই আপোষ করবে না দিল্লি ।
Location :
First Published :
September 20, 2018 8:12 AM IST