TRENDING:

জনসংখ্যা থেকে জল, ভোট-পরবর্তী পাকিস্তান যে সমস্যাগুলির মুখে পড়বে!

Last Updated:

জনসংখ্যা নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করলেও পাকিস্তানে জন্মের হার বর্তমানে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি৷ বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যান বলছে, গড়ে প্রতিটি মহিলার ৩টি করে সন্তান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: সেনার সঙ্গে পাক জনতার সম্পর্কটা বরাবরই তিক্ত৷ কিন্তু অনস্বীকার্য৷ বারবার সেনা অভ্যুত্থান দেখেছে পাকিস্তান৷ ফলে নির্বাচন-পরবর্তী পাক সরকারের সঙ্গে সেনা নেতৃত্বের বোঝাপড়াটা একটি চ্যালেঞ্জ৷ পাশাপাশি আরও যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন পরবর্তী পাক সরকারকে হতে হবে, সেগুলির মধ্যে অন্যতম হল, কট্টরপন্থা, অর্থনীতি, জনসংখ্যার বৃদ্ধি ইত্যাদি৷ দেখে নেওয়া যাক পরবর্তী পাক সরকারের জন্য কী কী সমস্যা অপেক্ষা করছে৷
advertisement

কট্টরপন্থা

বিশ্বের বড় অংশের চাপে গত কয়েক বছরে জঙ্গি নিধনে গুরুত্ব দিয়েছে পাকিস্তান৷ কিন্তু বিশেষঞ্জমহলের মতে, কট্টরপন্থাকে নিয়ন্ত্রণ করতে পারছে না পাকিস্তান৷ যার নির্যাস, বারবার জঙ্গি নিধন করলেও সন্ত্রাসবাদী হামলা হচ্ছে সে দেশে৷ ইতিমধ্যেই নির্বাচনের আগে রাজনৈতিক হামলায় ১৮০ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে৷ আন্তর্জাতিকমহলের দাবি, বেশ কয়েক বছর কোণঠাসা থাকার পর ফের মাথাচাড়া দিচ্ছে জঙ্গি সংগঠনগুলি৷

advertisement

ভোট দিচ্ছেন জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা-র প্রধান হাফিজ সইদ৷

অর্থনীতি

অর্থনৈতিক স্থিতাবস্থা অন্যতম বড় চ্যালেঞ্জ পাক সরকারের কাছে৷ অবস্থা এমন শোচনীয় পর্যায়ে পৌঁছেছে যে, ৫ বছরের মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে দ্বিতীয় বেল-আউটের আবেদন করতে পারে পাকিস্তান৷ চিনের সঙ্গে হাত মিলিয়ে রপ্তানি শিল্প ও পরিকাঠামোগত শিল্পে কয়েক হাজার কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে৷ কিন্তু সেই প্রকল্পগুলি যৌথ৷  ফলে কাজের জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার ক্ষমতা ইসলামবাদের আছে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷

advertisement

এর সঙ্গে আবার অশোধিত তেলের দাম বাড়ার সমস্যাও বাড়তি যোগ হয়েছে৷ পরবর্তী সরকার এই সমস্যা সমাধানে খুব কম সময় হাতে পাবে৷

জনসংখ্যা

জনসংখ্যা নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করলেও পাকিস্তানে জন্মের হার বর্তমানে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি৷ বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যান বলছে, গড়ে প্রতিটি মহিলার ৩টি করে সন্তান৷

উন্নয়নশীল দেশের পক্ষে জনসংখ্যা বৃদ্ধির এই হার অর্থনীতির কাছে ধাক্কা৷ আরও একটি বড় সমস্যা হল, জন্মনিয়ন্ত্রণের জন্য নানা পদক্ষেপ পাক জনতার কাছে ট্যাবু৷

advertisement

জলের সমস্যা

পাকিস্তানে যে হারে জলের সমস্যা বাড়ছে, তাতে খুব শীঘ্রই বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে দেশের জনগণকে৷ সরকারি ডেটা বলছে, ২০২৫ সালের মধ্যে প্রবল জলসংকট তৈরি হবে পাকিস্তানে৷ নাগরিক পিছু ৫০০ কিউবিক মিটারেরও কম জল জুটবে৷

পাক সরকারকে জল সংরক্ষণমূলক পদক্ষেপের পাশাপাশি জলের প্রয়োজনীয়তা নিয়ে জনগণকে শিক্ষিত করতে হবে৷

advertisement

জনতা-সেনা সম্পর্ক

৭১ বছরের ইতিহাসে প্রায় অর্ধেক সময় পাকিস্তান সেনা শাসন দেখেছে৷ সেনা ও জনগণ নির্বাচিত সরকারের মধ্যে অসম ক্ষমতা বণ্টনে ধাক্কা খাচ্ছে দেশটির বৃদ্ধি৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নওয়াজ শরিফের জেলের পর পাক সমাজকর্মীদের অভিযোগ, সেনা এমন একটি সরকার গঠন করতে চাইছে, যারাতাদের হাতের পুতুল হয়ে কাজ করবে৷ তার জন্য তারা রাজনৈতিক নেতা ও সংবাদমাধ্যমের উপর নানা ভাবে চাপ তৈরি করার চেষ্টা করছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
জনসংখ্যা থেকে জল, ভোট-পরবর্তী পাকিস্তান যে সমস্যাগুলির মুখে পড়বে!