এদিকে ছবির নাম ‘পদ্মাবতী’ থেকে হঠাৎ ‘পদ্মাবত’ হয়ে যাওয়ার ঘোষণায় টুইটার জুড়েই হাসির রোল উঠেছে ৷ সেন্সর বোর্ডকে এর জন্য নানাভাবে তাচ্ছিল্য করেছেন সিনেমা প্রেমীরা ৷ সেগুলো কী দেখে নিন একবার ৷
advertisement
শুটিংয়ের দিনগুলি থেকেই বিতর্কে সঞ্জয়লীলা বনশালীর পদ্মাবতী। সেটে ভাঙচুরের পর আদালতেও জল গড়িয়েছে। রাজপুত সম্প্রদায়, কারণী সেনার প্রবল বিক্ষোভে মুক্তির দিন ঠিক করেও পর্দায় আসতে পারেনি পদ্মবতী। অবশেষে সেই জট কাটতে চলেছে। ২৮ ডিসেম্বর মেবারের রাজপরিবার ও দুই রাজস্থানী ঐতিহাসিক সহ সিবিএফসি-র বিশেষ প্যানেল ছবিটি দেখে। তারাই সিবিএফসিকে বেশ কয়েকটি শর্তে ছবি মুক্তির পক্ষে সায় দেয়।
advertisement
Location :
First Published :
December 30, 2017 7:14 PM IST