TRENDING:

বিজেপি বিরোধী ঐক্যে শান ! কেজরিওয়ালের ডাকে যন্তর মন্তরে ধর্নায় বিরোধীরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের বিজেপি বিরোধী ঐক্যে শান। এবার নরেন্দ্র মোদির চৌকাঠে নিজেদের শক্তি দেখাবেন বিরোধীরা। অরবিন্দ কেজরিওয়ালের ডাকে, বুধবার দুপুরে যন্তর মন্তরে ধর্না দেবেন বিরোধী নেতারা। এই মঞ্চ থেকেই মোদি সরকারের বিরুদ্ধে আরও সুর চড়াবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই হুঙ্কার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এবার লড়াই দিল্লিতে। নরেন্দ্র মোদির চৌকাঠের সামনে গিয়ে মোদি সরকারকে উৎখাতের ডাক দিতে বিরোধীদের মঞ্চ তৈরি।

এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অরবিন্দ আমন্ত্রণ জানিয়েছেন দিল্লিতে ধর্না কর্মসূচিতে। মোদি সরকারের এক্সপায়রি ডেট ওভার...১৫ দিনের মধ্যে ভোটের দিন ঘোষণা হবে। আমরা নতুন সরকার দেখতে চাই। দেশ বদল চায়। কারণ দেশ ইউনাইটেড ইন্ডিয়া চায়... সেভ দিস কান্ট্রি ফ্রম ডিজাস্টার ৷’

advertisement

নিশানায় মোদি সরকার। স্লোগান গণতন্ত্র বাঁচাও। মোদি বিরোধী ঐক্যে শান দিতে এবার ধর্না যন্তর মন্তরে। ১৯শে জানুয়ারি, মমতার ব্রিগেডে বিজেপি বিরোধী প্রায় সমস্ত দলের নেতারাই হাজির ছিলেন। বুধবার, দিল্লির ধরনা মঞ্চেও তাঁদের সকলেরই থাকার কথা।

দিল্লিতে গিয়ে সুর তো চড়াবেনই। তার আগে, মঙ্গলবারই নরেন্দ্র মোদিকে নিশানা করে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলায় সোয়াইন ফ্লু নিয়েও প্রোগ্রাম করতে দিই। কিন্তু, ওদের রাজ্যে পুলিশ তদন্ত করে তদন্তকারী আধিকারিক খুন হয়ে যাচ্ছে। সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে যাচ্ছে। বিনাশকালে বুদ্ধিনাশ। বিজেপি শূন্যের তলানিতে পৌঁছবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বুধবার ধর্নার পর বৃহস্পতিবার, সংসদের সেন্ট্রাল হলেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিন বিরোধী দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠকও করতে পারেন। মোদি বিরোধী দলগুলি এককাট্টা হয়ে কীভাবে এগোবে, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি বিরোধী ঐক্যে শান ! কেজরিওয়ালের ডাকে যন্তর মন্তরে ধর্নায় বিরোধীরা