TRENDING:

শীত-গ্রীষ্ম-বর্ষা, এই বিশেষ পোশাকই ভরসা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শীত - গ্রীষ্ম - বর্ষায় একই সুট। শীতকালে এই সুট ঠাণ্ডার হাত থেকে বাঁচাতে পারে। গরমেও তেমন অস্বস্তি হবে না। ঘেমে নেয়ে একশেষ হলেও ঘামের গন্ধ নিয়ে সমস্যায় পড়তে হবে বা।  বর্ষাকালে প্রবল বৃষ্টিতে ভিজলেও কোনও সমস্যা নেই। আপনি থাকবেন সুরক্ষিতই। অবাক লাগলেও এটাই সত্যি। এমনই সুট তৈরি করেছে ট্রানজেন্ড নামে একটি সংস্থা। এখানেই শেষ নয়।  এধরনের সুটে কোনও ভাঁজ পড়বে না। আর দোলের সময় বাঁদুরে রং লাগালেও তার আঁচ পড়বে না।
advertisement

আরও পড়ুন বুঝে শুনে ব্যবহার করুন পারফিউম, নইলেই বিপদ !

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার প্রাচীন গৌড়ে সুলতানি আমলের সরাইখানার আজ মলিন মিনার, সাক্ষী বহু ইতিহাসের
আরও দেখুন

এই অবাক করা কাপড় তৈরি হয়েছে রিসাইকেল করা প্লাস্টিকের বোতল  ও ব্যবহৃত কফি পাউডার থেকে। বছর দু’য়েক ধরে নানা পরীক্ষা-নিরিক্ষা চলে। কফি পাউডারের সঙ্গে প্লাস্টিক বোতল টুকরো করে মেশানো হয়। এর পর রাসায়নিক ব্যবহার করে তৈরি হয় বিশেষ ধরনের সুতো। সেই সুতো থেকে তৈরি হয় এই স্বপ্নের কাপড়। শুধু আপনার আরামই নয়। সুটের কাপড় প্রকারান্তরে প্রকৃতিকেও রক্ষা করছে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীত-গ্রীষ্ম-বর্ষা, এই বিশেষ পোশাকই ভরসা !