TRENDING:

শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আরও একটি মামলা আদালতে, তবে কি বন্ধ হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আরও এক মামলার ফাঁসে শিক্ষক নিয়োগ ৷ বৃহস্পতিবারই হাইকোর্টের নির্দেশে উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়ায় জারি হয়েছে স্থগিতাদেশ ৷ ফের আজ অর্থাৎ শুক্রবার একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে অন্য একটি মামলায় আরও বিপাকে স্কুল সার্ভিস কমিশন ৷ এর ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হওয়ার আশঙ্কা ৷
advertisement

মামলা ফাঁসে আরও বিপাকে এসএসসি নিয়োগ ৷ একইসঙ্গে আদালতের নির্দেশে বেকায়দায় রাজ্য ৷ উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগ বন্ধে ছাত্র ঐক্য সংগ্রাম মঞ্চের মামলা ৷ ২০১২ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া পরীক্ষার্থীরা আদালতের দ্বারস্থ ৷ সেই মামলায় রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট ৷ ২০১২ সালে উত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি না দিয়ে কিভাবে শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল, তা জানতে চেয়ে রাজ্যের কাছে জবাব তলব আদালতের ৷

advertisement

২০১২ সালের উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্যানেলে নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি প্রায় ৬ হাজার পরীক্ষার্থী ৷ তারপরও ২০১৬ সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি ৷ জুন মাসে হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে হুঁশিয়ারি দিয়ে পুরোন নির্দেশ কার্যকর করতে আদেশ দেয় ৷ অন্যথায় অস্তিত্বহীন হবে এসএসসির সব পদক্ষেপ তাও বলে আদালত ৷ তারপরেও ২০১২ সালের প্যানেলভুক্ত পরীক্ষার্থীদের নিয়োগ না করেই ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সেলিংয়ে ডাক দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন এসএসসি ৷ স্কুল সার্ভিস কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট ৷ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় রাজ্যের কাছে হলফনামা তলব করে জানতে চেয়েছেন, ‘২০১২-র কম্বাইন্ড প্যানেল নিয়ে কী পদক্ষেপ? পুরোন প্যানেল কার্যকর না করে কীভাবে নয়া প্যানেল?’ ৷

advertisement

আরও পড়ুন 

১২৫ শতাংশ হারে ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

সব মিলিয়ে মামলার ফাঁসে বেকায়দায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ এমনকি, এই মামলার জেরে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের আশঙ্কাও করছেন শিক্ষামহলের একাংশ ৷ সব মিলিয়ে অনিশ্চয়তার দোলাচলে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আরও একটি মামলা আদালতে, তবে কি বন্ধ হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া?