TRENDING:

গড়িয়া থেকে গ্রেফতার ভাগাড় কাণ্ডের বড় চাঁই

Last Updated:

এ বার পুলিশের জালে ভাগাড় কাণ্ডের বড় পাণ্ডা ৷ গড়িয়ার তেঁতুলতলা থেকে গ্রেফতার হল মরা পশুর মাংসের অন্যতম কারবারী বিশ্বনাথ গড়াই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ বার পুলিশের জালে ভাগাড় কাণ্ডের বড় পাণ্ডা ৷ গড়িয়ার তেঁতুলতলা থেকে গ্রেফতার হল মরা পশুর মাংসের অন্যতম কারবারী বিশ্বনাথ গড়াই ৷ ওরফে বিশু ৷ গতকাল রাতে তাকে গ্রেফতার করে বজবজ থানার পুলিশ ৷
advertisement

পুলিশ সূত্র খবর, হিমঘরের মালিক বিশু মরা মাংসের কারবারের অন্যতম মাথা ছিল ৷ হিমঘরে সংরক্ষণ এবং খোলা বাজারে মাংস বিক্রির দিকটা তদারকি করত বিশ্বনাথ ৷

আরও পড়ুন: ভাগাড়-খামারের আঁচ নেই ময়দানে, প্রতি ক্যান্টিনেই দেদার বিকোচ্ছে মাংস

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ভাগাড় কান্ড সামনে আসার পর থেকে গত কয়েকদিন ধরেই শহর জুড়ে চলছে খানা তল্লাশি ৷ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে জনা দশেক ৷ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়া থেকে গ্রেফতার ভাগাড় কাণ্ডের বড় চাঁই