TRENDING:

গড়িয়া থেকে গ্রেফতার ভাগাড় কাণ্ডের বড় চাঁই

Last Updated:

এ বার পুলিশের জালে ভাগাড় কাণ্ডের বড় পাণ্ডা ৷ গড়িয়ার তেঁতুলতলা থেকে গ্রেফতার হল মরা পশুর মাংসের অন্যতম কারবারী বিশ্বনাথ গড়াই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ বার পুলিশের জালে ভাগাড় কাণ্ডের বড় পাণ্ডা ৷ গড়িয়ার তেঁতুলতলা থেকে গ্রেফতার হল মরা পশুর মাংসের অন্যতম কারবারী বিশ্বনাথ গড়াই ৷ ওরফে বিশু ৷ গতকাল রাতে তাকে গ্রেফতার করে বজবজ থানার পুলিশ ৷
advertisement

পুলিশ সূত্র খবর, হিমঘরের মালিক বিশু মরা মাংসের কারবারের অন্যতম মাথা ছিল ৷ হিমঘরে সংরক্ষণ এবং খোলা বাজারে মাংস বিক্রির দিকটা তদারকি করত বিশ্বনাথ ৷

আরও পড়ুন: ভাগাড়-খামারের আঁচ নেই ময়দানে, প্রতি ক্যান্টিনেই দেদার বিকোচ্ছে মাংস

ভাগাড় কান্ড সামনে আসার পর থেকে গত কয়েকদিন ধরেই শহর জুড়ে চলছে খানা তল্লাশি ৷ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে জনা দশেক ৷ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়া থেকে গ্রেফতার ভাগাড় কাণ্ডের বড় চাঁই