TRENDING:

মাধ্যমিক শেষে আর ফেরা হল না বাড়ি, মায়ের কোল খালি করে প্রাণ গেল ছাত্রের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: মাধ্যমিক পরীক্ষা শেষে খুবই খুশি মনে ফিরছিল ওরা ৷ এবার টানা ছুটির সময়, চুটিয়ে ঘোরাফেরা আর আনন্দদের সময় ওদের ৷ পরীক্ষার জন্য অনেক চাপ গিয়েছে যে...কিন্তু সেই আনন্দের সময় আর এল না শুভঙ্করের জীবনে ৷ পরীক্ষার শেষদিন ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১৫ বছরের শুভঙ্কর ভূঁইয়ার ৷ তার বাকি বন্ধুরাও আহত হয়েছে ৷ তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ ঘটনা পশ্চিম মেদিনীপুরের মকরামপুরের ৷
advertisement

মাধ্যমিক পরীক্ষা ফেরত ছাত্র-ছাত্রীদের নিয়ে বেপরোয়া মারুতি চালকের ধাক্কা ট্রাক্টরে, মৃত এক, আহত ৮ ছাত্র-ছাত্রী ৷ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারা বাড়ি ফিরছিল বুধবার বিকেলে। মারুতিতে করে পশ্চিম মেদিনীপুরের মকরামপুর উচ্চ বিদ্যালয় থেকে তারা খড়িগেড়িয়া গ্রামে ফিরছিল। পথে সামনে  থাকা একটি ট্রাক্টরকে দ্রুত গতিতে গিয়ে ধাক্কা মারে বেপরোয়া মারুতি চালক। ঘটনার পরেই মারুতি ফেলে পালায় চালক। এতে ভেতরে থাকা ১০ জন ছাত্র-ছাত্রী জখম হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শুভঙ্কর ভূঁইয়া (১৫) নামে এক ছাত্রের। গুরুতরভাবে জখম রয়েছে আরও চার ছাত্র ছাত্রী। যাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

advertisement

আরও পড়ুন রাজ্য গণপিটুনির ধারা অব্যাহত, বেলুড়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনি যুবককে

জানা গিয়েছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত তেঁতুলমুড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল মকরামপুর উচ্চ বিদ্যালয়ে। বুধবার পরীক্ষা দিয়ে দ্রুত গতিতে বেপরোয়াভাবে ফিরছিল মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি মারুতি। প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের অভিযোগ মারুতি চালক বেপরোয়াভাবে প্রচন্ড গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত মারুতি চালকের খোঁজ করছে।

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাধ্যমিক শেষে আর ফেরা হল না বাড়ি, মায়ের কোল খালি করে প্রাণ গেল ছাত্রের