পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যে জায়গায় দাঁড়াল দেখে নেওয়া যাক এক নজরে,
আরও পড়ুন : Supreme Court Verdict on Adultery: 'স্বামী কখনই স্ত্রীর প্রভু নয়' যুগান্তকারী রায় সর্বোচ্চ আদালতের
কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম হয়েছে ৮৪.৮২ টাকা, সেখানের লিটার পিছু পেট্রোলের দাম ৭৬.০৯ টাকা ৷ দিল্লিতে পেট্রোলের দাম ১৪ পয়সা ও ডিজেলের দাম ১৩ পয়সা বেড়ে হয়েছে লিটার পিছু পেট্রোলের দাম ৮৩ টাকা ও ডিজেল ৭৪.২৪ টাকা ৷
advertisement
মুম্বইয়ে পেট্রোপণ্যের দাম সব থেকে বেশি আম আদমিকে হতাশ করেছে ৷ পেট্রোল লিটার পিছু হয়েছে ৯০.৩৫ টাকা বেড়েছে ১৩ পয়সা ৷ সেখানে লিটার পিছু ডিজেলের দাম ৭৮.৮২ টাকা, গতকাল পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ৯০.২২ ও ৭৮.৬৯ টাকা ৷
আরও পড়ুন : Adultery: পরকীয়া ফৌজদারি অপরাধ নয়, রায় শীর্ষ আদালতের
চেন্নাইয়ে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম ৮৬.২৮ ও ৭৮.৪৯ টাকা ৷
প্রতিদিন যে হারে পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে সেখানে বেঁচে থাকাটাই বিলাসিতার সামিল হয়ে দাঁড়িয়েছে ৷ আপনিও আপনার শহরের প্রতিদিনের জ্বালানি তেলের দাম জানতে iocl.com এ লগইন করতে পারেন বা 92249, 92249 এই নম্বরে এসএমএস করেও জানতে পারেন ৷