TRENDING:

একদম সত্যি! জুতো দিয়েই তোলা যাবে সেলফি! অজন্তার নতুন স্মার্ট-শু...কিনলেই হবে 'ম্যাজিক'!

Last Updated:

অজন্তা Shoes এবার পুজোয় নিয়ে আসছে স্মার্ট-শু, যা দিয়ে তোলা যাবে সেলফি। ম্যানেজিং ডিরেক্টর সাগ্নিক বণিকের আইডিয়ায় তৈরি এই জুতোতে রয়েছে এমার্জেন্সি কল, ব্লাড প্রেসার মাপার সুবিধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই জুতো দিয়ে তোলা যাবে সেলফি, কীভাবে জানুন
এই জুতো দিয়ে তোলা যাবে সেলফি, কীভাবে জানুন
advertisement

এবার পুজোয় অজন্তা SHOES-এর নতুন চমক স্মার্ট-শু। যার আইডিয়া এসেছে অজন্তা শু-এর ম্যানেজিং ডিরেক্টর সাগ্নিজ বণিকের মস্তিষ্ক থেকেই। ভারতের প্রথম স্মার্ট শু তৈরি করেছে অজন্তা জুতো। এর আগে দৃষ্টিহীনদের জন্য জুতো তৈরি করেছিল এই সংস্থা, এবার স্মার্ট শু-এর নতুন ভাবনায় তাক লাগিয়েছে তারা।

এই স্মার্ট জুতোতে থাকছে এমার্জেন্সি কলের সুবিধে অর্থাৎ এস ও এস। ফোনের ক্যামেরা কন্ট্রোল করে ছবি তোলার অপশন। ব্লাড প্রেসার, অক্সিজেন কাউন্ট সহ আরও নানান ফিচার রয়েছে এই জুতোয়। থাকছে ফুট স্টেপ কাউন্টের সুবিধে। অর্থাৎ ওয়াকিং করার সময় কতখানি হাঁটলেন সব হিসেব রাখতে পারবে এই জুতো।

advertisement

তবে এই সব তো একটি স্মার্ট ওয়াচেই হয়ে যায় তাহলে আবার এই ধরণের জুতো কেনার কথা কেন ভাববে ক্রেতারা? উত্তর অজন্তা শু-এর ম্যানেজিং ডিরেক্টর সাগ্নিক বণিক জানালেন, ‘স্মার্ট ওয়াচে সরাসরি স্কিনের সাথে কানেক্ট থাকে তাই রেডিয়েশন হয়, সরাসরি এফেক্ট পড়ে স্কিনে। আমাদের অজন্তার এই স্মার্ট শু সরাসরি স্কিনের সাথে কানেক্ট নয়, এখানে রেডিয়েশন হয় না। কাজেই এটি মানুষের জন্য সেফ। তাই এই জুতো কিনতে চাইবেন মানুষ।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

এছাড়াও পুজোর আগে অজন্তার নানান সম্ভার আসছে বাজারে। তার আগে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার ডিলারদের নিয়ে একটি গ্র্যান্ড মিট করল অজন্তা Shoes কোম্পানি। অজন্তার লক্ষ্য সস্তা অথচ কাস্টোমারকে ভালো মানের জুতো তুলে দেওয়া। দ্বিতীয়ত তারা বাংলা থেকে উত্তরপ্রদেশে পাড়ি দিতে চান এবার। কারণ মার্কেট শেয়ার বাড়ানো তাদের লক্ষ্য। তৃতীয়ত প্রোডাক্টের উৎপাদন বাড়িয়ে ২০২৮ এর মধ্যে ১০০০ কোটি রেভিনিউ টার্গেট পূর্ণ করাও তাদের অন্যতম উদ্দেশ্য।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
একদম সত্যি! জুতো দিয়েই তোলা যাবে সেলফি! অজন্তার নতুন স্মার্ট-শু...কিনলেই হবে 'ম্যাজিক'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল