TRENDING:

Black Watermelon: বিশ্বের বিরলতম এই কালো তরমুজ বিক্রি হয় নিলামে, কত দামে জানেন?

Last Updated:

Black Watermelon Price: ২০১৯ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে এই তরমুজ বিক্রি হয়েছে। দাম উঠেছিল ৪.৫ লক্ষ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
World's Most Expensive Black Watermelon: চাঁদিফাটা রোদ্দুর, জল খেয়েও মিটছে না তেষ্টা। শরীর জুড়োতে জল আর জলীয় ভাগ বেশি থাকা ফলই একমাত্র সম্বল এই গ্রীষ্মে। আমের পরেই গরমকালে সবচেয়ে কদর বেশি সম্ভবত তরমুজের। বাচ্চা হোক বা বুড়ো তরমুজ সকলেরই পছন্দের ফল। গ্রীষ্মের শুরুতে অন্যান্য ফলের সঙ্গেই বাড়তে থাকে তরমুজের দাম, মাঝামাঝি সময়ে এসে কিছুটা কমে। তবে বিশ্বে এমন একটি তরমুজ রয়েছে যা চিরকালই ব্যয়বহুল। শুধু ব্যয়বহুল বললে হয়তো দামের আন্দাজ মিলবেও না। আসলে এটি বিশ্বের সবচেয়ে দামি ও বিরল তরমুজ।
advertisement

এটি হল ডেনসুক ব্ল্যাক তরমুজ, যাকে কালো তরমুজও বলা হয়। শুধুমাত্র জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে পাওয়া যায় এই তরমুজগুলি। এগুলি এতই বিরল যে এক বছরে মাত্র ১০০ টি জন্মায়, ফলে জোগানও কম বাজারে।

আরও পড়ুন- এই গ্রামের মানুষদের রান্নাঘর এক দেশে, শোয়ার ঘর অন্য দেশে! ছবিতে ভারতের আজব গ্রাম

advertisement

এই বিশেষ তরমুজ সাধারণ তরমুজের মতো বিক্রি হয় না। প্রতি বছর এর নিলাম হয় এবং এর দাম ওঠে লক্ষ লক্ষ টাকা! ২০১৯ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে এই তরমুজ বিক্রি হয়েছে। দাম উঠেছিল ৪.৫ লক্ষ টাকা। তবে করোনা মহামারীর কারণে গত ২ বছরে এর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তা সত্ত্বেও, কালো তরমুজ এখনও বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল তরমুজ।

advertisement

আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে মূল্যবান পোকা! কেন এটি পুষতে বহু মানুষ খরচ করছেন কোটি কোটি টাকা?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই তরমুজের বাইরের খোসার দিকটি উজ্জ্বল এবং কালো। ভেতরটাও অন্যান্য তরমুজের মতো নয়। এই তরমুজ অন্যান্য তরমুজের তুলনায় মিষ্টি এবং এতে বীজও কম। যারা এই তরমুজের স্বাদ পেয়েছেন তারা জানিয়েছেন, স্বাদ সাধারণ তরমুজের মতোই কিছুটা কিন্তু ঢের বেশি সুস্বাদু এবং মিষ্টি। সূত্রের খবর, এই তরমুজের প্রথম ফলন থেকে পাওয়া ফলই এত বেশি দামে বিক্রি হয়। পরবর্তী ফলন থেকে যে ফল পাওয়া যায় তার দাম ওঠে ১৯ হাজার টাকা পর্যন্ত। এক পিস তরমুজের দাম ১৯ হাজার হোক বা সাড়ে চার লাখ, এই গরমে সাধারণ ভারতীয়দের পেটে তার ঠাঁই নেই বলাই বাহুল্য।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Black Watermelon: বিশ্বের বিরলতম এই কালো তরমুজ বিক্রি হয় নিলামে, কত দামে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল