এটি হল ডেনসুক ব্ল্যাক তরমুজ, যাকে কালো তরমুজও বলা হয়। শুধুমাত্র জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে পাওয়া যায় এই তরমুজগুলি। এগুলি এতই বিরল যে এক বছরে মাত্র ১০০ টি জন্মায়, ফলে জোগানও কম বাজারে।
আরও পড়ুন- এই গ্রামের মানুষদের রান্নাঘর এক দেশে, শোয়ার ঘর অন্য দেশে! ছবিতে ভারতের আজব গ্রাম
advertisement
এই বিশেষ তরমুজ সাধারণ তরমুজের মতো বিক্রি হয় না। প্রতি বছর এর নিলাম হয় এবং এর দাম ওঠে লক্ষ লক্ষ টাকা! ২০১৯ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে এই তরমুজ বিক্রি হয়েছে। দাম উঠেছিল ৪.৫ লক্ষ টাকা। তবে করোনা মহামারীর কারণে গত ২ বছরে এর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তা সত্ত্বেও, কালো তরমুজ এখনও বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল তরমুজ।
আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে মূল্যবান পোকা! কেন এটি পুষতে বহু মানুষ খরচ করছেন কোটি কোটি টাকা?
এই তরমুজের বাইরের খোসার দিকটি উজ্জ্বল এবং কালো। ভেতরটাও অন্যান্য তরমুজের মতো নয়। এই তরমুজ অন্যান্য তরমুজের তুলনায় মিষ্টি এবং এতে বীজও কম। যারা এই তরমুজের স্বাদ পেয়েছেন তারা জানিয়েছেন, স্বাদ সাধারণ তরমুজের মতোই কিছুটা কিন্তু ঢের বেশি সুস্বাদু এবং মিষ্টি। সূত্রের খবর, এই তরমুজের প্রথম ফলন থেকে পাওয়া ফলই এত বেশি দামে বিক্রি হয়। পরবর্তী ফলন থেকে যে ফল পাওয়া যায় তার দাম ওঠে ১৯ হাজার টাকা পর্যন্ত। এক পিস তরমুজের দাম ১৯ হাজার হোক বা সাড়ে চার লাখ, এই গরমে সাধারণ ভারতীয়দের পেটে তার ঠাঁই নেই বলাই বাহুল্য।