সিংহরাও কোনও সমস্যা ছাড়াই অনায়াসে এগিয়ে যাচ্ছে মহিলার সঙ্গে। এমন ভয়ঙ্কর ভিডিও দেখে অবাক হয়েছেন নেট নাগরিক। খোলা হিংস্র পশুর সঙ্গে একেবারে নির্ভীক মনে এগিয়ে যাচ্ছেন মহিলাটি। মনে ভয়ের লেশ মাত্র নেই। সিংহরাও যেন আর হিংস্র পশু নেই, একেবারে বাধ্য পোষ্যের মত এগিয়ে যাচ্ছে মহিলার সঙ্গে।
আরও পড়ুন: স্টেশনে নয় একেবারে বাড়িতে পৌঁছে দিল মেট্রো! ভবিষ্যতের প্রযুক্তি দেখে তাক লেগে যাবে
advertisement
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। হিংস্র পশু ও মানুষের এই বন্ধুত্ব দেখে অবাক হয়েছেন সকলেই। তবে অনেকেই আবার সমালোচনা করে লিখেছেন হিংস্র পশুকে এতটা বিশ্বাস না করাই ভাল। এর আগেও মানুষ ও পশুর একাধিক আজগুবি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। তবে স্বয়ং সিংহরাজের এমন কারনামা দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেট জগতে।
এদিকে খাঁচায় বন্দি পশু দেখলেও যেখানে কাছে যেতে ভয় লাগে সেখানে বাঁধন ছাড়া সিংহের সঙ্গে দিব্যি হাসি মুখেই এগিয়ে যাচ্ছেন এই মহিলা। তার সাহস দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা। এই অদ্ভুত ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।