অন্য দিকে বরকে ক্যানসার কুমার ওরফে লাইলাজ বাবু নামে পরিচিত করা হয়েছে, যিনি গুটখা লালজীএবং ভাঙ দেবীর “অবৈধ পুত্র”। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিয়ের কার্ড। যা ঘিরে বিস্ময় উপচে পড়ছে নেটদুনিয়ায়। এমনও সম্ভব? অবশ্য অচিরেই জানা গেল সত্যিটা। দেখুন।
আরও পড়ুন- বলুন দেখি…দেশের কোথায় ‘টাকা’ ছাপানো হয়? ৯৯ শতাংশই জানেন না সঠিক উত্তর
advertisement
আরও পড়ুন- আপনি কি ভাবেন, ‘টাকা’ কাগজের তৈরি? একেবারেই না! কী দিয়ে বানানো হয় ‘নোট’? জানলে চমকে যাবেন
কার্ডে “বিয়ের স্থান” হিসেবে উল্লেখ করা হয়েছে শ্মশান ঘাট, যা আসক্তির চূড়ান্ত পরিণতির প্রতীক। বিয়ের সময় হিসেবে বলা হয়েছে “অনিশ্চিত,” যা রীতিমতো হাসির খোরাক হয়েছে। তবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমন অভিনব পন্থা অবলম্বন! সৃজনশীল উপায়ে নেশাদ্রব্য ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়ানোর জন্যই এমন রসিকতা করা হয়েছে বলে জানা যায়।
গোটা বিষয়টিই ধূমপান ও তামাক সেবনের ক্ষতিকর প্রভাবের প্রতীকী উপস্থাপনা। ইনস্টাগ্রামে পোস্ট করা কার্ডটি কয়েক মিলিয়ন ভিউ এবং অসংখ্য মন্তব্য পেয়েছে। ব্যবহারকারীরা এর সৃজনশীলতা এবং অন্তর্নিহিত সামাজিক বার্তাকে প্রশংসা করেছেন। কেউ কেউ এর সৃষ্টিকর্তাকে পুরস্কৃত করারও প্রস্তাব দিয়েছেন।