সম্প্রতি সেই তরুণী তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি নিজেকে ব্লগার বলেই পরিচয় দেন। বহু মানুষ তাকে ফলোও করে। তবে সমস্যা হল তরুণী যে ভিডিওটি বানিয়েছে তা নিয়ে। আর এই ভিডিও দেখলে সত্যিই হতবাক হতে হয়। ওই তরুণী চড়া মেক-আপ, হাই হিল, ও সুন্দর একটি পোশাক পরে কীভাবে শ্রাদ্ধ বাড়ি গেল, এবং কী খেল, কতটা মজা হল তা নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে। যা দেখে হেসে কুটিপাটি বহু মানুষ।
advertisement
আরও পড়ুন:
ইতিমধ্যে এই ভিডিও নিয়ে মজাদার মিমও তৈরি হয়েছে। হু-হু করে ভাইরাল সেই ভিডিও। এই তরুণীর শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখে নেটদুনিয়ায় শুরু হয়েছে হাসির রোল। সুমি রায় নামক ওই তরুণীর এস রায়ের লাইফস্টাইল চ্যানেলে ভিডিয়োটি পোস্টটি করে। যা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
সেই ব্লগে কী আছে? ক্যাপশনে লেখা ‘শ্রাদ্ধ বাড়ির ব্লগ’! তবে সেই ব্লগ দেখে বোঝার উপায় নেই যে সে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে। ভিডিয়োর শুরুতেই নিজের মেকআপ, পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ-পর্ব সেরে নেয় তরুণী। স্টাইলিশ ফুল স্লিভ টপ এবং কালো স্কার্ট পরে থাকে সে। সঙ্গে কানে বড় ঝুমকো, চোখে সানগ্লাস, ডার্ক লিপস্টিক আর চড়া মেকআপ। এতপরেই টোটো চেপে সে যায় শ্রাদ্ধ বাড়ি। এবং সেখানে গিয়ে সবার সঙ্গে আলাপ করায়। কী খেল সে সব দেখায়! আর এই ভিডিও নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। বহু মানুষ ভিডিওটি দেখেই রেগে গিয়েছেন। তবে কেউ বলেছেন, বাচ্চা মেয়ে। বুঝতে পারেনি এই বিষয় নিয়ে এমন ভিডিও করা উচিত কিনা! যদিও সে বিষয়ে কিছুই মন্তব্য করেনি ওই তরুণী। তবে আপাতত তার ব্লগ এবং সে দুজনেই তুমুল ভাইরাল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফলোয়ার সংখ্যা!