বিয়েতে পাত্র-পাত্রীদের ডান্স পারফরম্যান্স কোনও নতুন ঘটনা নয় ৷ মনে আনন্দ থাকলে সবই সম্ভব ৷ কিন্তু সেই আনন্দ এতটা চরম হলে কী অঘটন ঘটতে পারে, সেটা এই ভিডিওটি না দেখলেই নয় ৷ এখানে দেখা গিয়েছে, ডান্স পারফরম্যান্সের জন্য স্টেজে নেমেই বউকে নিজের পিঠে চাপিয়ে নেন বর ৷ এমনটা যে ঘটবে, তা হয়তো পাত্রীও আগের থেকে আন্দাজ করতে পারেননি ৷ কিন্তু এতটা জোরে ঝাঁপিয়ে কোলে তুলতে গিয়ে যা ঘটার তাই ঘটল ৷ বউকে নিয়েই হুড়মুড়িয়ে পড়লেন পাত্র ৷ ভাগ্য ভালো তাদের চোট গুরুতর নয় ৷ হাত-পা ঝেড়ে আবার উঠে নাচতে শুরু করেন তাঁরা ৷
advertisement
বিয়ের দিন বউকে সঙ্গে নিয়ে সবার সামনে মুখ থুবড়ে পড়াটা মোটেই শোভা দেখায় না ৷ কিন্তু এখানে তেমনটাই ঘটল ৷ বউকে পিঠে চাপানোর পর বেশ খানিকক্ষণ ধরে রাখার অনেক চেষ্টাই করেছিলেন বর ৷ কিন্তু শেষপর্যন্ত পারলেন না ৷ নিজেও পড়লেন বউও হুমড়ি খেয়ে পড়লেন মাটিতে ৷ পাত্রীর অত সুন্দর গাউন কিংবা পাত্রের স্যুট-প্যান্ট সবই খারাপ হওয়ার জোগাড় হয়েছিল ৷ আর এমন ঘটনা সবার সামনে ঘটলে কতটা ‘এমব্যারেসিং’ হতে পারে, তা হয়তো আন্দাজ করাটা খুব একটা কঠিন কাজ নয় ৷