দেখা যাচ্ছে মাঝ রাস্তায় ক্যামেরা নিয়ে শুয়ে আছেন এক ফটোগ্রাফার। ব্যস্ত রাস্তা(Viral Video)। সারাক্ষণ চলছে গাড়ি। সেই সবের মাঝখানে রাস্তায় বসে ফটোশ্যুট করছেন ওই যুবতী। পরনে সাদা শাড়ি। খোলা চুল। এই পর্যন্ত ঠিক ছিল। এবার তিনি শুরু করলেন নাচ। এদিক ওদিক থেকে গতিতে ছুটে আসছে গাড়ি, বাইক, রিকশা। তার মাঝেই নানা ভঙ্গিমায় নাচতে থাকেন ওই যুবতী।
advertisement
যা দেখে অনেকেই রেগে আগুন হয়েছেন। নেটিজেনরা বলছেন, 'ভাইরাল হওয়ার (Viral Video) জন্য এমন ব্যস্ত রাস্তায় কে নাচে?" কেউ কেউ আবার লিখেছেন, "মাঝ রাস্তায় নাচাটা আজকাল অনেকেই করে। আর এটা দেখতেও খুব ভাল লাগে।' কিন্তু প্রশ্ন হল এই নাচ করতে গিয়ে তিনি অঘটন ঘটিয়ে ফেলতেও পারতেন। তাছাড়া ট্রাফিক পুলিশই বা কোথায়? এসব করার অনুমতি কী করে পেলেন ওই যুবতী? তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে বহু মানুষ এই ভিডিও দেখেছেন। হু হু করে ভাইরাল হচ্ছে ভিডিও।