সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক যুবক নিজের ল্যাপটপ খুলে অনলাইন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন! এই সময় ওই যুবককে তাঁর নিজের সম্পর্কে বলতে বলা হয় কোম্পানির তরফ থেকে! সে নিজের সর্ম্পকে বলতে বলতে হঠাৎ করে জিভ বের করে ভেংচি কেটে বসে ক্যামেরার দিকে তাকিয়ে! যুবক ভেবেছিল সে ক্যামেরা অফ রেখে ইন্টারভিউ দিচ্ছে। কিন্তু সেই সময় তাঁর ল্যাপটপের ক্যামেরা অন ছিল। এবং এই ভেংচি কাটা দেখে ফেলেই কোম্পানি কতৃপক্ষ থেকে বলা হয়, “আপনার ক্যামেরা অন আছে!” যা শুনে বেজায় লজ্জায় পড়ে ক্যামেরা অফ করে ইন্টারভিউ থেকে বেরিয়ে যায় ওই যুবক!
advertisement
এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই শুরু হয় হাসির রোল! এক নেটিজেন লেখেন, “আমি এই যুবককে চাকরি দিতে চাই!” আবার কেউ লেখেন, “এমন মজার ছেলে আগে দেখিনি।” আবার কেউ কেউ লেখেন, “যুবককে চাকরি দেওয়াই উচিত নয়!” তবে সমালোচনা নয়, এই ভিডিও দেখে হেসে কুটিকুটি নেটিজেনরা! মুহূর্তে ভাইরাল হয় ভিডিও। কয়েক লক্ষ ভিউ হয়ে যায় এই ভিডিওর! রাতারাতি ফেমাস হয়ে যান ওই যুবক!