TRENDING:

Viral Video: অভিনব উপায়ে গ্যাসের সমস্যা সারিয়ে তোলেন এই ‘ডাক্তার’! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

Last Updated:

এমনিতে গ্যাস-অম্বলের সমস্যা আজকাল ঘরে ঘরেই দেখা যায়। এর জন্য বেশির ভাগ সময় অনেকেই ডাক্তারের কাছে যেতে চান না। শুধুমাত্র ঘরোয়া টোটকার উপরেই ভরসা রাখেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্যাসের সমস্যায় ভুগছেন রোগী। আর ডাক্তারের কাছে যেতেই রোগীর পেটে লাঠি-পেটা করে গ্যাস ‘তাড়ালেন’ তিনি! এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে প্রায় ভিরমি খাওয়ার জোগাড় নেটপাড়ার বাসিন্দাদের!
অভিনব উপায়ে গ্যাসের সমস্যা সারিয়ে তোলেন এই ‘ডাক্তার’! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
অভিনব উপায়ে গ্যাসের সমস্যা সারিয়ে তোলেন এই ‘ডাক্তার’! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
advertisement

এমনিতে গ্যাস-অম্বলের সমস্যা আজকাল ঘরে ঘরেই দেখা যায়। এর জন্য বেশির ভাগ সময় অনেকেই ডাক্তারের কাছে যেতে চান না। শুধুমাত্র ঘরোয়া টোটকার উপরেই ভরসা রাখেন। এমনকী, অনেকে তো আবার সমস্যা একটু বাড়লে হাতুড়ে ডাক্তারের কাছে পর্যন্ত চলে যান। আর এই ভাইরাল ভিডিওই তার প্রমাণ!

আরও পড়ুন- ‘আজ চারজনেই মরব...!’ মিলেই গেল ভবিষ্যদ্বাণী, উত্তরপ্রদেশে BMW দুর্ঘটনায় ৪ যুবকের মৃত্যু

advertisement

কিন্তু কী এমন আছে ওই ভিডিও-তে যে, তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের? ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, গ্যাসের সমস্যা সারানোর জন্য রোগীকে দাঁড় করিয়ে তাঁর পেটের জায়গায় জায়গায় ছোট একটা কাঠের টুকরো দিয়ে বারি মারছেন ওই ডাক্তার! এর পর রোগীর পেটে জোরে জোরে চাপ দিয়ে বলছেন, ‘গ্যাস লক’। আবার রোগীকে দাঁড় করিয়ে একই ভাবে পেটে সজোরে চাপ দিয়ে তাঁকে বলতে শোনা গেল, ‘গ্যাস খতম’। যদিও এই ভিডিও কোথাকার এবং ওই তথাকথিত ডাক্তারের নাম কী, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

advertisement

আরও পড়ুন- 'বাথরুমে পরার চপ্পল'-এর দামই প্রায় ৯ হাজার টাকা! নেটিজেনরা ভুল বুঝছেন না তো?

ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করছে এই চিকিৎসা পদ্ধতি নিয়ে। প্রশ্ন হচ্ছে, এই ভাবে কি কেউ রোগের চিকিৎসা করে? অথচ এই নিয়ে তেমন হেলদোল নেই এলাকার নাগরিকদের মধ্যে। সূত্রের খবর, প্রতিদিন ওই ডাক্তারের কাছে গ্যাসের সমস্যা নিয়ে আসেন বহু রোগীই। চিকিৎসা করানোর জন্য রীতিমতো ভিড় জমে যায়।

advertisement

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা দেখে ফেলেছেন প্রায় বহু মানুষ। তবে নেটিজেনরা বিষয়টার কড়া সমালোচনা করেছেন। অনেকে আবার তোপ দেগেছেন যে, “ওই হাতুড়ে ডাক্তার সকলকে বোকা বানাচ্ছে।” এক নেটাগরিক আবার মজা করে লিখেছেন যে, “গ্যাস গ্যাস গ্যাস… কিছু কিছু মানুষ এটা নিয়ে মিম না-বানাতে শুরু করে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই ধরনের জিনিস একেবারেই নতুন নয়। হামেশাই হয়ে থাকে। বোকা বানানো হয় বিশেষ করে গরিব মানুষগুলোকে। আর এই ধরনের হাতুড়েরা শুধু চিকিৎসার নামে টাকা রোজগার করে নেয়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অভিনব উপায়ে গ্যাসের সমস্যা সারিয়ে তোলেন এই ‘ডাক্তার’! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল