আরও পড়ুন-সরষের তেলের সঙ্গে এটা মিশিয়ে মাথায় লাগান, কাজ দেবে ম্যাজিকের মতো !
শোনা যাচ্ছে, ব্রিটেনের এক সংস্থা এই পরিকল্পনা করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রচুর সংখ্যক মশা তৈরি করে তা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ছেড়ে দেওয়া হবে। কোটি কোটি সংখ্যায় যেসব মশা ছেড়ে দেওয়া হবে, তাদের কিছু বিশেষত্বও থাকবে বলে জানা গিয়েছে। কারণ এই ধরনের মশা বিশেষ ভাবে ল্যাবে বানানো হবে এবং পরে তা পরিবেশে ছেড়ে দেওয়া হবে। পরিবেশে মশার সংখ্যা বৃদ্ধি করাই মূল কাজ হবে ল্যাবে তৈরি এই মশার। তবে কিছুটা আলাদা উপায়ে (Company Planning to Develop Mosquitoes)!
advertisement
এবার সবচেয়ে বড় প্রশ্ন হল, মশা ছাড়ার কারণ আসলে কী। জানা গিয়েছে, অক্সিটেক (Oxitec) নামের একটি ব্রিটিশ সংস্থায় কর্মরত জীববিজ্ঞানীরা গবেষণাগারে এক বিশেষ ধরনের পুরুষ মশা তৈরি করছেন। আর এই মশার গায়ে একটি বিশেষ ধরনের প্রোটিন থাকবে, যা শুধুমাত্র পুরুষ মশারই জন্ম দেবে। এবার স্ত্রী মশার পরিবর্তে ওই পুরুষ মশাগুলিকেই ক্যালিফোর্নিয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তাতে পুরুষ মশার সংখ্যা বৃদ্ধি পাবে। আর সবথেকে বড় কথা হল, পুরুষ মশা কোনও রকম রোগ ছড়ায় না।
আরও পড়ুন-আপনি কেমন মনের মানুষ, এই ছবিতেই লুকিয়ে রয়েছে তার রহস্য!
আসলে এডিস ইজিপ্টাইয়ের মতো মশার সংখ্যা কমানোই এই গোটা প্রকল্পটির মূল লক্ষ্য। কারণ এই এডিস ইজিপ্টাই মশার কামড়েই মূলত জিকা, চিকুনগুনিয়া এবং হলুদ জ্বরের মতো ক্ষতিকর রোগ ছড়িয়ে পড়ে। এবার গবেষণাগারে জেনেটিক ভাবে তৈরি মশা জঙ্গলে ছেড়ে দেওয়া হলে এই এডিস ইজিপ্টাই মশার বংশবৃদ্ধি কমবে। আমেরিকার পরিবেশ সংরক্ষণ সংস্থাও এই প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছে। বিজ্ঞানীদের আশা, এই পদ্ধতিতে ক্ষতিকর মশার সংখ্যা অনেকটাই কমানো যাবে। তাতে রোগ এবং মৃত্যুর হারও হ্রাস পাবে। এখন এই প্রকল্পে কতটা উপকার হয়, সেটাই দেখার!