প্রথম এই গান গেয়েছিলেন শ্রীলঙ্কার গায়ক সতীশান (Satheeshan), লিরিক্স এবং র্যাপ লেখেন দুলহান এআরএক্স (Dulhan ARX),পরিচালনা করেন হষিথ আরিয়ান। অরিজিনাল ভিডিও ভার্সানটি ইউটিউবে আপলোড করা হয় ৩১ জুলাই ২০২০-তে। তবে তখন সেটি এত জনপ্রিয় হয়নি।ইওহানি ডি’সিলভা গানটি হাওয়ার পরে তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ১০০টির বেশি ট্র্যাক তৈরি হয়ে গিয়েছে।
advertisement
শুনুন ২০২০ সালে প্রকাশ পাওয়া গানটি...
ইউটিউব (Youtube), ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) কিংবা ট্যুইটার, যেটাই খুলুন না কেন, এই গানটিই শুনতে পাবেন। চোখের সামনে ভেসে উঠবে ছোট ছোট করে ছাঁটা রঙিন চুলের এক কন্যের মুখ। মিষ্টি মেয়ের গলার মিষ্টি সুর এবং ততোধিক মিষ্টি মুখের হাসি দেখলেই যেন নেটিজেনের (Netizen) মন ভরে ওঠে। কাজেই ভাষা দুর্বোধ্য হলেও এই গান একেবারে শ্রোতার অন্তরে গিয়ে ছুঁয়েছে। তবে আগের তুলনায় এই গানের অডিও (Audio) এবং ভিডিও (Video) কোয়ালিটি অনেক ভাল বলে মত নেটিজেনদের।
গানটি এতটাই ভাইরাল হয়েছে যে সারা বিশ্বের একাধিক তারকারাও এই গানটি নিয়ে রিল ভিডিও বানিয়ে ফেলেছেন। বলিউড থেকে টলিউড মেত্তে রয়েছে এই গানেই। এমনকি খোদ অমিতাভ বচ্চন এবং তার নাতনি আরাধ্যাও 'মানিকে মাগে হিতে'র একটি রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাহলে আর দেরী কিসের, আপনিও দেখে নিন গানের সেই আসল ভিডিও...