অবাক হচ্ছেন তো? হ্যাঁ সম্প্রতি এমনটাই ঘটেছে! ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে! পশ্চিমবঙ্গেরই ভিডিও। বোঝাই যাচ্ছে বাঙালি পরিবারের বিয়ে। আইবুড়ো ভাত বাঙালিদের বিয়ের একটি অন্যতম অনুষ্ঠান। সাধারণত আত্মীয়দের বাড়িতে হবু বর বা কনেকে ডেকে এই আইবুড়ো ভাত খাওয়ানো হয়! বিয়ের আগের দিন বাড়িতেই হয় আইবুড়োভাতের অনুষ্ঠান! কিন্তু ট্রেনে আইবুড়ো ভার নিশ্চয় আগে দেখেননি! ট্রেনে যাতায়াত করতে করতে অফিস যাত্রীরা প্রায় পরিবারের মতো হয়ে ওঠেন।
advertisement
একে অপরের জন্য সিট রাখেন। পুরুষরা তাস খেলেন গান করেন! মহিলারা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন ট্রেনের সহযাত্রীদের জন্য! এ যেন এক অন্য পরিবার! আর সেই ট্রেনেই এক যুবককে আয়বুড়ো ভাত খাওয়ালেন ট্রেনের সহ যাত্রীরা!
আরও পড়ুন: কোমরে বন্দুক! গায়ে ২০০ কেজির গয়না! রাস্তায় উড়ছে লাখ লাখ টাকা! বিয়েতে ভাইরাল ‘দাবাং’ মহিলারা!
কেউ বাড়ি থেকে আনলেন ভাত, কেউ মাছ, কেউ আবার অন্য কিছু। তারপর ধূপ জ্বালিয়ে পাত্রকে বরণ করে নেওয়া হয়। সামনে এক এক করে টফিন বাক্স খুলে খাবার সাজিয়ে দেওয়া হয়! ট্রেনের পাটাতনে বসেই খেতে থাকেন যুবক। আবার আর্শীবাদ করে দেওয়া হয় টাকাও! এই ভিডিওটি খুব মিষ্টি। যা অন্য পরিবারের গল্প বলে! আপাতত তুমুল ভাইরাল!