TRENDING:

বিদ্যালয়ে ৫ জন শিক্ষক, কিন্তু শিক্ষার্থী নেই একটিও, উত্তরপ্রদেশের ঘটনায় স্তম্ভিত দেশ

Last Updated:

জানলে হয়তো অনেকেই অবাক হবেন যে, বাগপতে এমন একটি স্কুল রয়েছে যেখানে পাঁচজন শিক্ষক নিয়োজিত থাকলেও বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আশীষ ত্যাগী, বাগপত: যখনই আমরা স্কুলের কথা ভাবি, তখনই মনে ভেসে ওঠে বেঞ্চ ভর্তি শিক্ষার্থী এবং টিফিনে খেলার মাঠ, শিক্ষার্থীদের ভিড়। তবে বর্তমানে শিক্ষাব্যবস্থায় পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে বলে মনে হয়। আজ আমরা তেমনই কিছু অদ্ভুত স্কুল সম্পর্কে তথ্য পেয়েছি। জানলে হয়তো অনেকেই অবাক হবেন যে, বাগপতে এমন একটি স্কুল রয়েছে যেখানে পাঁচজন শিক্ষক নিয়োজিত থাকলেও বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও নেই।
advertisement

এমনটা গত এক-দুই মাসের কথা নয়, দেড় বছর ধরে এখানে কোনও শিক্ষার্থীই ভর্তি হয়নি, কিন্তু তা সত্ত্বেও এই বিদ্যালয়ে ৫ জন শিক্ষক পদে আসীন রয়েছেন। স্কুলের শিক্ষকরা স্কুলে পৌঁছে তাঁদের কাজের সময় শেষ করে আবার বাড়ি ফিরছেন। শিক্ষার্থীদের স্কুলে না আসার কারণ শুধু স্কুল প্রশাসন বা অভিভাবকরাই জানেন। বর্তমানে এই স্কুলটি গোটা রাজ্যে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

advertisement

আরও পড়ুন: এই প্রাণীর গর্ভাবস্থা থাকে ২২ মাস! সন্তানের ওজন হয় প্রায় ১২০ কেজি! বুঝতে পারলেন কোন প্রাণী? ৯৯% মানুষই ডাহা ফেল

আবদুল্লাহপুর গ্রামটি বাগপত সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। গত দেড় বছর ধরে এখানকার প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশুও ভর্তি হয়নি। এই বিষয়ে শিক্ষা দফতর কতটা আন্তরিক তা এথেকে অনুমান করা যায় যে আজও সেখানে ৫ জন শিক্ষক মোতায়েন করা হয়েছে, যাঁরা গ্রামে গ্রামে ঘুরে অভিভাবকদের তাঁদের সন্তানদের স্কুলে ভর্তির বিষয়ে সচেতন করে চলেছেন। তবে দেড় বছরে সাফল্য পেয়েছেন বলে মনে হয় না।

advertisement

আরও পড়ুন: ছবিতে ‘8’-এর ভিড়ে লুকিয়ে একটি অন্য সংখ্যা, ৯ সেকেন্ডে খুঁজে বের করতে পারলেই কেল্লাফতে

গ্রামের বাসিন্দা সঞ্জয় প্রশান্ত লীলু কুমার বলেন, “গ্রামের ছেলেমেয়েরা এই সরকারি স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু এই বিদ্যালয়ে শিশুরা তেমন ভাল শিক্ষা পায়নি। যার কারণে আমি আমার সন্তানদের অন্য স্কুলে ভর্তি করিয়েছি”। বর্তমানে রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আবদুল্লাহপুর গ্রামের এই স্কুলটি। রাজ্যের এটাই একমাত্র স্কুল যেখানে একজন শিক্ষার্থীও ভর্তি হয় না। এখন দেখার বিষয় এই বিদ্যালয় কতদিন খোলা থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাগপতের বেসিক এডুকেশন অফিসার আকাঙ্কা রাওয়াত বলেছেন, “এই স্কুলে শিক্ষার্থীদের ভর্তির জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে। আগে আবদুল্লাহপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া মহাসড়কে বসবাসকারী শ্রমিকদের ছেলেমেয়েরা এই স্কুলে আসত, কিন্তু মহাসড়কের কাজ শেষ করে শ্রমিকরা এখান থেকে চলে যাওয়ায় তাঁদের ছেলেমেয়েরাও স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। গ্রামের বাকি পরিবারগুলোর অবস্থা স্বচ্ছল। তাঁরা তাঁদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াতে চান, যার কারণে এই স্কুলে একজন শিক্ষার্থীও নেই।”

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিদ্যালয়ে ৫ জন শিক্ষক, কিন্তু শিক্ষার্থী নেই একটিও, উত্তরপ্রদেশের ঘটনায় স্তম্ভিত দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল