না যার হাত ধরে এই সুন্দরীকে দেখা যাচ্ছে তিনি তাঁর স্বামী বা প্রেমিক নয় বরং নাতি। ঠাকুমার স্বপ্ন পূরণ করতে তাঁকে নিয়ে সুদূর প্যারিসে হাজির হয়েছেন এই যুবক। আর এই ঠাকুমা-নাতির যুগল ভিডিওই শোরগোল ফেলে দিয়েছে নেট পাড়ায়।
আরও পড়ুন: স্ত্রীর জন্য এভারেস্টের মাথায়! নতুন নজির গড়লেন এই ভারতীয়, অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব দেশ
advertisement
পেশায় ডাক্তার এই যুবকের নাম উসামা আহমেদ। ঠাকুমার ইচ্ছে পূরণ করতে তাঁকে নিয়ে দূর দেশে পারি দিয়েছেন তিনি। নিজেদের ভ্রমণের বিভিন্ন দৃশ্যই শেয়ার করেছেন উসমা। আর এইসব দৃশ্যই মন ছুঁয়েছে নেটিজেনদের।
কখনও জানালার বাইরে মনোরম দৃশ্য দেখছেন। আবার কখনও নাতির হাত ধরেই ধুরে বেড়াচ্ছেন প্যারিসের রাস্তায়। কখনও থাম্বস আপ পোজ দিয়ে করে ছবি তুলছেন আবার কখনও আইফেল টাওয়ারের সামনে পৌঁছে যাচ্ছেন নাতির হাত ধরে। একের পর এক ভিডিও দেখে আপ্লুত হয়েছেন নেটিজেনরা। হৃদয়স্পর্শী এই ভিডিও দেখে চোখের জল মুছেছেন অনেকেই।
ঠাকুমার প্রতি নাতির এই ভালবাসা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। শুভেচ্ছা ও স্নেহ বার্তায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। যেখানে প্যারিসের রাস্তায় সদ্য বিবাহিতা দম্পতি বা প্রেমিক, প্রেমিকার এই ধরণের যুগলবন্দিতে নেট মাধ্যম ভরে গিয়েছে সেখানে ঠাম্মা-নাতির এই অদ্ভুত প্রেম হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেকেরই।