TRENDING:

যমজ সন্তান অথচ জন্মসাল আলাদা, অবিশ্বাস্য এই ঘটনায় তাজ্জব বনে গেল গোটা বিশ্ব

Last Updated:

দুটি শিশুকন্যা যমজ হওয়া সত্ত্বেও প্রযুক্তিগতভাবে তাদের জন্মসাল আলাদা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সংজ্ঞা অনুসারে, যমজ হল একই দিনে জন্ম নেওয়া দুটি শিশু। কিন্তু এই দুটি শিশুকন্যা যমজ হওয়া সত্ত্বেও প্রযুক্তিগতভাবে তাদের জন্মসাল আলাদা। মজার গল্পটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টেক্সাসের এক দম্পতি৷ কালি জো স্কট নববর্ষের প্রাক্কালে হাসপাতালে যান৷ ঠিক ছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাঁর সন্তান হবে কিন্তু চিকিৎসকেরা তাড়াতাড়ি ডেলিভারির সিদ্ধান্ত নেন৷ প্রথম কন্যা, অ্যানি জো ৩১ ডিসেম্বর ১১.৫৫-এ জন্মগ্রহণ করেন, স্থানীয় সময় ৩১ ডিসেম্বর। এফি রোজ মধ্যরাতের ঠিক পরে জন্মগ্রহণ করেন, তার জন্ম তারিখ ১ জানুয়ারি। চমকপ্রদ এই ঘটনা নেটিজেনদের নজর কেড়েছে।
advertisement

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে যা দেখে রীতিমতো অবাক হতে হয়৷ আবার এমন অনেক কিছুও হয়, যা বিশ্বাস করা কঠিন৷ কিন্তু বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে এমনটা হওয়া একেবারেই অসম্ভব কিছু নয়৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
যমজ সন্তান অথচ জন্মসাল আলাদা, অবিশ্বাস্য এই ঘটনায় তাজ্জব বনে গেল গোটা বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল