সাঁওতালি নৃত্যশিল্পীরা লাল হলুদ পোশাক পরে তৈরি নাচের জন্য, বেজে চলেছে সাঁওতালি নাচের তাল। মাথায় কলসী নিয়ে নাচছেন মহিলারা। ভিডিওতে দেখা যাচ্ছে স্পাইডারম্যানও আদিবাসী নৃত্য অনুকরণ করার চেষ্টা করতে করতে গোল করে নাচতে শুরু করে।
আরও পড়ুন- বন্দেমাতরম লেখা, পদ্ম আঁকা পতাকা বিবর্তিত হয়েই আজকের জাতীয় পতাকা, জানুন ইতিহাস!
advertisement
স্পাইডারম্যানের ‘ঠুমকা’ চোখে পড়ার মতো। কোমর নাচিয়ে, পায়ের কেরামতি দেখিয়ে সে এক অনবদ্য ব্যাপার! সাঁওতালি নৃত্যশিল্পীরাও একসময় থেমে গিয়ে হাতলাই দিয়ে স্পাইডারম্যানকে অভিবাদন জানান। আদিবাসী সঙ্গীতের তালে তালে সুপারহিরোর এই ‘দেশি’ নাচ মিস করবেন না, দেখে নিন সেই ভাইরাল ভিডিও।
ভাইরাল ভিডিওটি কলকাতা’জ ইলিউশন ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওটি অনলাইনে শেয়ার করার সময় পেজে ক্যাপশনে বলা হয়েছে, “স্পাইডারম্যান সোনাঝুরিতে অবসর উপভোগ করছে এবং সাঁওতালি নাচে কোমর দোলাচ্ছে।”
আরও পড়ুন- দেখুন ভিডিও:তিরঙ্গা মিছিলে গরুর গুঁতো, গুজরাতের প্রাক্তন মন্ত্রীর গায়ে গরুর ঝাঁপ
অনলাইনে আসতে না আসতেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা হেসেই খুন। একজন আবার স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ডকে ট্যাগ করে জিজ্ঞাসা করেছেন, “ভারতে গোপন সফরে এসেছিলেন নাকি?”