আরও পড়ুন- মাটি খুঁড়তেই ঘণ্টার মতো আওয়াজ ! ওরছায় মিলল ৫০০ বছরের পুরনো মন্দিরের মতো কাঠামো
গত শনিবারের ঘটনা। আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রা-সহ তাকে হাতেনাতে ধরেছে শুল্ক অফিসারেরা। এই কাজে তাঁদের সাহায্য করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং অভিবাসন দফতর। এর আগে ওই বিমানসেবিকা পাচারের সঙ্গে যুক্ত ছিল কি না, সেটা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।
advertisement
দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ওই পাক বিমানসেবিকার কাছ থেকে ৩৭,৩১৮ ডলার (ভারতীয় মুদ্রায় ৩১২৪৩৫৬ টাকা) এবং ৪০,০০০ সৌদি রিয়াল (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২৬৫৩ টাকা) উদ্ধার হয়েছে। লাহৌর থেকে জেড্ডাগামী PIA-র উড়ান ধরার কথা ছিল ওই বিমানসেবিকার। তার চালচলন দেখে সন্দেহ হয় অফিসারদের। সন্দেহের ভিত্তিতে যখন বিমানবন্দরে তাকে খোঁজা হচ্ছিল, তখনই বিষয়টা প্রকাশ্যে আসে। আর অভিযুক্তের তল্লাশির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, এক মহিলা অফিসার ওই বিমানসেবিকার মোজা থেকে তাড়া তাড়া নোট বার করতে থাকেন।
পাকিস্তানি বিমান সংস্থার বিমানকর্মীরা আবার বিদেশে বিশেষ করে কানাডায় গিয়ে গা-ঢাকা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধহস্ত। সম্প্রতি পাকিস্তান থেকে কানাডাগামী উড়ানের নুর শের নামে এক সদস্য কানাডায় গিয়ে গা-ঢাকা দিয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে প্রায় ১৪ জন বিমানকর্মী নিখোঁজ হয়ে গিয়েছেন। আবার ২০২২ সালের গোড়ার দিকে কানাডায় গিয়েছিলেন ৫ জন বিমানকর্মী। তবে তাঁরা আর দেশে ফেরেননি। আবার চলতি বছর মার্চ মাসে একাধিক পাসপোর্ট-সহ টরোন্টো বিমানবন্দরে আটক করা হয়েছিল এক পিএআইএ-র বিমানসেবিকাকে।