ঘটনাটি ঠিক কী হয়েছে? ভিডিওতে দেখা গিয়েছে, একজন উদ্ধত যুবক ট্রেনের দরজা বন্ধ হওয়ার পর তার কাঁচ ভাঙতে শুরু করে। হেলমেট দিয়ে বারবার আঘাত করতে থাকে সে। এখানেই শেষ নয়, ট্রেনের কাঁচের জানলা পা দিয়ে লাথি মেরে ভাঙতেও চেষ্টা করে সে। তার কাণ্ডকারখানা দেখে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তৎক্ষণাৎ ধরে ফেলে। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর, ভারতীয় রেলওয়েতে যাতায়াতকারী জনতা, আরপিএফের পদক্ষেপ দেখে সন্তুষ্ট হয়।
advertisement
আরও পড়ুন: বলুন তো, মানুষের মতোই হাঁটে কোন গাছ? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি…
ব্যক্তিকে ধরার পর পুলিশ তাকে প্ল্যাটফর্মে টেনে নিয়ে যায়। এর সাথে প্রায় ১৭ সেকেন্ডের এই ছোট্ট ক্লিপটি শেষ হয়। ইউজাররাও এই ভিডিওতে প্রচুর প্রতিক্রিয়া দিয়েছে। যেখানে তারা রেলওয়ের প্রোপার্টি ক্ষতিগ্রস্তকারী ব্যক্তির বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রশংসা করছে।
আরও পড়ুন: বিনা পাসপোর্টেই পৃথিবী ঘুরতে পারেন মাত্র ৩ জন! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি, আপনি?
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওটি খবর লেখার সময় পর্যন্ত ১১ লাখের বেশি ভিউ এবং ২২ হাজারের বেশি লাইক পেয়েছে। ভিডিওতে সাড়ে ৪০০-এর বেশি কমেন্ট এসেছে।
ট্রেনকে ক্ষতিগ্রস্তকারী ব্যক্তির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপে বেশিরভাগ ইউজার খুশি। একজন ব্যক্তি পোস্টে কমেন্ট করে লিখেছেন- অবশেষে বাস্তব অপরাধের বিরুদ্ধে কিছু পদক্ষেপ দেখা গেল! অন্য একজন ইউজার বলেছেন যে এটি সত্যিই খুব ভালো। তৃতীয় ইউজার বলেছেন যে তাকে অন্যদের সামনে ভালোভাবে বোঝানো উচিত ছিল। যাতে সে আবার পাবলিক প্রোপার্টি ক্ষতিগ্রস্ত না করে। চতুর্থ ইউজার লিখেছেন যে এমন লোকদের লাঠিচার্জ করে জেলে ঢোকানো উচিত।