Live Hindustan-এর খবর অনুযায়ী, সম্প্রতি বিহারের রাজধানী পটনার (Patna Sex Racket) বিমানবন্দর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় স্থানীয় সিদ্ধার্থ কলোনি এলাকায়। জানা গিয়েছে ওই সিদ্ধার্থ কলোনির লব-কুশ অ্যাপার্টমেন্টের ব্লক বি-এর ১০৮ নম্বর ঘরে রমরমিয়ে চলছিল এই কারবার। বিহারের অন্যান্য জায়গার সেক্স র্যাকেটের সঙ্গে এর যোগসূত্র মিলেছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ধনঞ্জয় কুমার। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন অভিযুক্ত যুবক শুধুমাত্র টাকার নেশায় তাঁর স্ত্রীকে যৌন বৃত্তির পথে নামিয়েছিলেন। তার স্ত্রী এতে নারাজ হলে তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন অভিযুক্ত বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পর পুরুষের সঙ্গে যৌন সংযোগ করতে বাধ্য হন ওই যুবকের স্ত্রী। এরপর সিদ্ধার্থ কলোনিতে একটি সাজানো-গোছানো ফ্ল্যাট ভাড়া নেন ধনঞ্জয়।
পাশাপাশি পুলিশ আধিকারিকরা এও জানিয়েছেন, নির্বিঘ্নে এই কাজ চালাতে সেক্স র্যাকেটের দালালদের সাহায্য নেন ওই যুবক। এরপর প্রত্যেকদিন নিত্য-নতুন খদ্দের ডেকে অভিযুক্তের স্ত্রীকে তাদের হাতে তুলে দিত দালালরা। বিনিময়ে পাওনা তিন হাজার টাকার মধ্যে অভিযুক্ত যুবককে দেওয়া হত মাত্র হাজার টাকা। তা দিয়েই সংসার চালাতেন ওই যুবক। ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় জোরকদমে অনুসন্ধানের পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।