TRENDING:

Viral News: বিহার মধুচক্র; টাকার জন্য প্রতি রাতে স্ত্রীকে পরপুরুষের সঙ্গে যৌনতায় বাধ্য করতেন স্বামী!

Last Updated:

Patna Sex Racket: ইতিমধ্যেই বিহার পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত যুবক। পাশাপাশি সেক্স র‍্যাকেটের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিহার পুলিশ (Viral News)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: দরকার প্রচুর টাকা। তাই সাজানো-গোছানো ফ্ল্যাট ভাড়া করে প্রত্যেকদিন নিত্য নতুন খদ্দের ডেকে নিজের স্ত্রীকে তাদের সঙ্গে যৌন কর্ম চালাতে বাধ্য করতেন অভিযুক্ত স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী বিহার রাজ্যের রাজধানী পটনায়। তবে ইতিমধ্যেই বিহার পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত যুবক। পাশাপাশি সেক্স র‍্যাকেটের (Patna Sex Racket) বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিহার পুলিশ (Viral News)।
advertisement

আরও পড়ুন-Viral News: ৫০ কোটি টাকায় বিলাসবহুল প্রাসাদ বানালেন ঠিকাদার, রান্নাঘর দেখে ছি-ছি করছেন ক্রেতারা!

Live Hindustan-এর খবর অনুযায়ী, সম্প্রতি বিহারের রাজধানী পটনার (Patna Sex Racket) বিমানবন্দর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় স্থানীয় সিদ্ধার্থ কলোনি এলাকায়। জানা গিয়েছে ওই সিদ্ধার্থ কলোনির লব-কুশ অ্যাপার্টমেন্টের ব্লক বি-এর ১০৮ নম্বর ঘরে রমরমিয়ে চলছিল এই কারবার। বিহারের অন্যান্য জায়গার সেক্স র‍্যাকেটের সঙ্গে এর যোগসূত্র মিলেছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন-Viral News: মার্কশিটে ১ নম্বর বাড়াতে ৩ বছর লড়াই করেছিলেন যুবক, বোর্ড না মানায় আদালতে গিয়ে বাড়ল ২৮ নম্বর !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ধনঞ্জয় কুমার। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন অভিযুক্ত যুবক শুধুমাত্র টাকার নেশায় তাঁর স্ত্রীকে যৌন বৃত্তির পথে নামিয়েছিলেন। তার স্ত্রী এতে নারাজ হলে তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন অভিযুক্ত বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পর পুরুষের সঙ্গে যৌন সংযোগ করতে বাধ্য হন ওই যুবকের স্ত্রী। এরপর সিদ্ধার্থ কলোনিতে একটি সাজানো-গোছানো ফ্ল্যাট ভাড়া নেন ধনঞ্জয়।

advertisement

আরও পড়ুন-Viral News: হরমোনের সমস্যা, তবে আশা ছাড়েননি... মুখ ভর্তি দাড়ি নিয়ে জীবনসঙ্গী খুঁজছেন এই মহিলা!

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

পাশাপাশি পুলিশ আধিকারিকরা এও জানিয়েছেন, নির্বিঘ্নে এই কাজ চালাতে সেক্স র‍্যাকেটের দালালদের সাহায্য নেন ওই যুবক। এরপর প্রত্যেকদিন নিত্য-নতুন খদ্দের ডেকে অভিযুক্তের স্ত্রীকে তাদের হাতে তুলে দিত দালালরা। বিনিময়ে পাওনা তিন হাজার টাকার মধ্যে অভিযুক্ত যুবককে দেওয়া হত মাত্র হাজার টাকা। তা দিয়েই সংসার চালাতেন ওই যুবক। ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় জোরকদমে অনুসন্ধানের পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বিহার মধুচক্র; টাকার জন্য প্রতি রাতে স্ত্রীকে পরপুরুষের সঙ্গে যৌনতায় বাধ্য করতেন স্বামী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল