পৃথিবীতে ডাইনোসর পাওয়া যেত ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াস যুগে। সে সময় পৃথিবীর জলবায়ু ছিল বেশ উষ্ণ। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ছিল বর্তমানের চারগুণ। ফলে পৃথিবীতে প্রচুর গাছগাছালি, লতাপাতা জন্মেছিল। কাজেই, তৃণভোজী ডাইনোসরদের খাবারের কোনও অভাব ছিল না। প্রচুর খেতে খেতে ধীরে ধীরে বড় হতে থাকে ডাইনোসরদের দেহ।
অন্যদিকে, মাংসাশী ডাইনোসরেরাও টিকে থাকার তাগিদে বড় হতে শুরু করে। বিশাল আকারের শিকারকে পরাস্ত করা মানে বিপুল পরিমাণ খাবার। মাংশাসী ডাইনোসরের বৃদ্ধির পেছনে এটাও একটা কারণ।
advertisement
সব ডাইনোসর কিন্তু বিশাল আকৃতির ছিল না। অনেক ছোট ছোট ডাইনোসরও মিলত পৃথিবীর বুকে। এখন পর্যন্ত সবচেয়ে ছোট যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে, তার নাম, মাইক্রোর্যাপ্টর। পাখির মতো দেখতে এ ডাইনোসরটির ওজন ছিল মাত্র ১ কেজির মতো। সবচেয়ে ছোট টাইরানোসোরাসের ডাইলং প্যারাডক্সাস প্রজাতির ওজন ছিল মাত্র ১১ কেজির মত।