TRENDING:

নোনতা বিস্কুটের ধারে খাঁজ থাকে কেন জানেন? কারণ জানলে অবাক হবেন

Last Updated:

কখনও ভেবে দেখেছেন যে কেন এরকম হয় ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমাদের চারপাশে এমন অনেক আশ্চর্যের জিনিস আছে যা  প্রতিদিন দেখলেও তার কারণ আমাদের সম্পূর্ণ অজানা । উদাহরণস্বরূপ বলা যেতে পারে ক্যাপসুলের ভেতরে কেন  রঙিন উপাদান থাকে তা অনেকেই জানেন না বা  কলমের ঢাকনায় একটা ছোট ছিদ্র কেন করা থাকে সেই বিষয়েও অনেকের ধারণা নেই ।
advertisement

ঠিক এরকমই এক আশ্চর্ষের বিষয় হল নোনতা বিস্কুট। বেশিরভাগ নোনতা বিস্কুটের ধারেই খাঁজ কাটা একটি নকশা দেখতে পাওয়া যায়। দেখতে ভাল লাগলেও এর কারণ অনেকেরই অজানা।  লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে বেশিরভাগ বিস্কুটের আকৃতিও ছোট ও গোলাকার এবং বিস্কুটের ধারেই  রয়েছে খাঁজ কাটা নকশা ।  কিন্তু কখনও ভেবে দেখেছেন যে কেন এরকম হয় ?

advertisement

আরও পড়ুন : স্বচক্ষে ভূত দেখতে চান? ভারতের এই ৫ জায়গায় ভয়ঙ্কর অশরীরীর খোঁজ মিলতে পারে

সম্প্রতি এক টিকটক তারকা এই রহস্যের সমাধান করেছেন । টিকটকারটি  তার ভিডিওতে দাবি করেছেন যে  বিস্কুট দিয়ে সঠিক মাপের চিজ কাটার জন্য বিস্কুটকে ওই ডিজাইনে কাটা হয় ।এই দাবি শুনে অবাক হয়েছেন নেটিজেনরা । টিকটকারের মতে বিস্কুটের কিনারায় খাঁজ কাটা ডিজাইন থাকলে খুব সহজেই চিজ কাটা যাবে এবং ওই চিজ বিস্কুটের মধ্যে ফিট হয়ে যাবে । বিস্কুট দিয়ে চিজ খাওয়ার জন্যই এরকম ডিজাইন নোনতা বিস্কুটের ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিওটি দেখে অনেকেই বিস্মিত হয়েছন  আবার অনেকে লিখেছেন 'এই বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক এবং টিকটকারের কল্পনা প্রসূত।'  আবার অনেকেই লিখেছেন 'কখনই বিস্কুট দিয়ে চিজ কাটা সম্ভব নয় ।'  ভিডিওটি দেখে এক দর্শক মন্তব্য করেছেন 'এই দাবি সম্পূর্ণ ভুল । কারণ নোনতা বিস্কুট দিয়ে চিজতো কাটাই যাবে না উল্টে চিজ কাটতে গিয়ে বিস্কুটই ভেঙে যাবে । '

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নোনতা বিস্কুটের ধারে খাঁজ থাকে কেন জানেন? কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল