TRENDING:

Pakistan Visa process:পাকিস্তানে ঘুরতে যাবেন? কীভাবে মেলে ভিসা, জানুন গোটা প্রক্রিয়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতিবেশী বটে, কিন্তু সম্পর্ক তিক্ত৷ পাকিস্তান নিয়ে ভারতীয়দের কৌতূহলেরও শেষ নেই৷ ভারতের মতোই পাকিস্তানেও এমন বহু জায়গা রয়েছে, যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিেয়ছে৷ অনেক ভারতীয়রেই মনে মনে পাকিস্তানে যাওয়ার ইচ্ছেও থাকে৷ তার একটা বড় কারণ, বহু চর্চিত এই দেশটি ঠিক কেমন, তা নিজের চোখে একবার দেখে আসা৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

কিন্তু ইচ্ছে থাকলেই তো উপায় নেই৷ কারণ কোনও ভারতীয়ের পক্ষে পাকিস্তানের ভিসা জোগাড় করাই সবথেকে কঠিন কাজ৷ চাইলেই যে কেউ পাকিস্তানে যেতেও পারেন না৷

আরও পড়ুন: অভিষেকের বাবা-মাকেও তলব ইডি-র, নিয়ে যেতে হবে সম্পত্তির হিসেবনিকেশ

পাকিস্তান মূলত ভারতীয়দের দু ধরনের ভিসা দেয়৷ তার মধ্যে একটি ট্যুরিস্ট ভিসা এবং অন্যটি বিজনেস ভিসা৷ দু ধরনের ভিসা পেতেই অনেক কাঠখড় পোড়াতে হয়৷ যদিও এর মধ্যে তুলনামূলক ভাবে ট্যুরিস্ট ভিসা পাওয়া সহজ৷

advertisement

তবে যাঁদের পাকিস্তানে কোনও আত্মীয়, বন্ধু রয়েছেন, তাঁদের পক্ষে পাকিস্তানের ভিসা পাওয়া তুলনামূলক ভাবে সহজ৷ দেশভাগের সময় সীমানা পেরিয়ে এ দেশে না এসে অনেকেই পাকিস্তানে থেকে গিয়েছিলেন৷ তাঁদের আত্মীয়রা অনেকেই ভারত থেকে পাকিস্তানে যান৷ সেক্ষেত্রে অবশ্য সহজেই ভিসা পাওয়া যায়৷ তবে পাকিস্তানের ভিসা পেতে গেলে ভারতীয়দের দু দেশের পক্ষ থেকেই একগুচ্ছ প্রশ্নের উত্তর দিতে হয়৷ ভিসা পাওয়ার বাকি প্রক্রিয়া অন্যান্য দেশের মতোই পাকিস্তানের ক্ষেত্রেও এক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

পাকিস্তানের দেওয়া ট্যুরিস্ট ভিসার মেয়াদ হয় তিরিশ দিন৷ এই ভিসা নিয়ে পাকিস্তানে গেলে পর্যটক হিসেবেই যেতে হবে৷ কোনও ধরনের পড়াশোনা অথবা চাকরি করতে পারবেন না৷ আবার বিজনেস ভিসা নিয়ে পাকিস্তানে গেলে ব্যবসা সংক্রান্ত চুক্তি, বৈঠক ইত্যাদি করা যাবে৷ অধিকাংশ ক্ষেত্রেই ভারতীয়দের ট্যুরিস্ট ভিসাই দেয় পাকিস্তান৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Pakistan Visa process:পাকিস্তানে ঘুরতে যাবেন? কীভাবে মেলে ভিসা, জানুন গোটা প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল