TRENDING:

Viral News: ক্লাস 10-এর ফাইনাল বোর্ডের পরীক্ষায় সব বিষয়ে ফেল! কেক কেটে, হৈ হৈ করে ছেলের ব্যর্থতার উদযাপন বাবা মায়ের

Last Updated:

Viral News: তার বাবা মা ভরসা হারাননি তার উপর থেকে৷ তিরস্কার করা, লজ্জায় লুকিয়ে পড়ার বদলে তাঁরা বরং ছেলের ফেল করাকে উদযাপন করেন কেক কেটে৷ ছেলের মনোবল চাঙ্গা করার জন্য ছিল ছোট্ট উদযাপনও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: হতাশাজনক ফলাফল। কিন্তু এখানেই পৃথিবীর সব শেষ, সেটা মনে করেন না কর্নাটকের বাগালকোটের এক দম্পতি। তাই ছেলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও উদযাপন বন্ধ থাকল না৷ হাল না ছেড়ে দেওয়ার আদর্শে বিশ্বাসী এই বাবা-মা-এর কীর্তি ভাইরাল হতে সময় লাগেনি এই ইঁদুরদৌড়ের দুনিয়ায়৷
বাবা-মা-এর কীর্তি ভাইরাল হতে সময় লাগেনি এই ইঁদুরদৌড়ের দুনিয়ায়
বাবা-মা-এর কীর্তি ভাইরাল হতে সময় লাগেনি এই ইঁদুরদৌড়ের দুনিয়ায়
advertisement

বাগালকোটের বাসিন্দা অভিষেক চোলাচাগুড়া এ বছর বসেছিল দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায়৷ কিন্তু বাসবেশ্বর ইংলিশ মিডিয়াম স্কুলের এই ছাত্র পাশ করতে পারেনি৷ ৬০০-র মধ্যে ২০০ পেয়ে তার ফলাফল ৩২ শতাংশ৷ ৬ টি বিষয়ের কোনওটিতেই কৃতকার্য হতে পারেনি৷

বন্ধুরা অবশ্য বিদ্রুপ করতে বাকি রাখেনি অভিষেককে৷ কিন্তু তার বাবা মা ভরসা হারাননি তার উপর থেকে৷ তিরস্কার করা, লজ্জায় লুকিয়ে পড়ার বদলে তাঁরা বরং ছেলের ফেল করাকে উদযাপন করেন কেক কেটে৷ ছেলের মনোবল চাঙ্গা করার জন্য ছিল ছোট্ট উদযাপনও৷ মনোবল বাড়ানোর জন্য অভিষেককে তার বাবা মা বলেন, ‘‘তুমি হয়তো জীবনের পরীক্ষায় ফেল করেছো৷ কিন্তু জীবনের পরীক্ষায় করোনি৷ আবার চেষ্টা করো৷ পরের বার নিশ্চয়ই সাফল্য আসবে৷’’

advertisement

আরও পড়ুন : নজিরবিহীন! অবসরের ৪ বছর পরও বিনা বেতনেই রোজ এসে সযত্নে স্কুলের সব কাজ করেন সঞ্জয়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাবা মায়ের আচরণ মন ছুঁয়ে গিয়েছে অভিষেকের৷ বলেছে,‘‘যদিও আমি অকৃতকার্য হয়েছি, আমার পরিবার আমাকে উৎসাহ দিয়েছে৷ আমি আবার পরীক্ষা দেব৷ পাশা করব৷ সফল হব জীবনে৷’’

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ক্লাস 10-এর ফাইনাল বোর্ডের পরীক্ষায় সব বিষয়ে ফেল! কেক কেটে, হৈ হৈ করে ছেলের ব্যর্থতার উদযাপন বাবা মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল