পূজা খেড়কর বিতর্কিত মামলায় মন্তব্য করেছেন আইপিএস অফিসার প্রাচী সিং। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন যে, “বহু ইউপিএসসি পরীক্ষার্থী ইডব্লিউএস/পিএইচ ইত্যাদির জাল সার্টিফিকেট পেয়ে অন্যায় সুবিধা নিয়ে চাকরিতে যোগ দিচ্ছেন।” প্রাচী সিং আরও লিখেছেন যে, “কিছু মানুষ সব দিক দিয়ে ধনী হওয়া সত্ত্বেও ওবিসি-র ক্রিমের মতো আস্তরণের সম্পূর্ণ সুবিধা নিচ্ছেন।” এই বিষয়টিতে নিজের তীব্র আপত্তির কথা জানান তিনি এবং বলেন যে, “এর জন্য মানুষের লজ্জা হওয়া উচিত। কোনও চাকরি করতে চাইলে সেটা নিজের যোগ্যতায় করুন। আর কত দিন অন্যের অধিকার ছিনিয়ে নিতে থাকবেন।” আইপিএস প্রাচী সিংয়ের এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
advertisement
আইপিএস প্রাচী সিংয়ের পোস্ট ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত এক্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই পোস্ট দেখেছেন প্রায় ৭৬.৩ হাজার মানুষ। ১.৯ হাজার মানুষ পোস্টটিতে লাইক দিয়েছেন। ৭৫৪ জন শেয়ার করেছেন পোস্টটি। ওই পোস্টের জবাবে প্রাচী লিখেছেন যে, এটা আমার ব্যক্তিগত মতামত। এতে খারাপ লাগার কিছু নেই। যা সত্যি, তা সত্যি।
প্রসঙ্গত প্রাচী সিং হলেন ২০১৭ ব্যাচের আইপিএস অফিসার। আদতে ফতেহপুরের বাসিন্দা হলেও তাঁর জন্ম কানপুরে। তাঁর বাবা রাম সিং গৌতমও একজন পিসিএস অফিসার। আর তাঁর মা তিনটি বিষয়ে এমএ। লখনউয়েও থেকেছেন প্রাচী। বর্তমানে তিনি সিদ্ধার্থ নগর জেলার এসপি।