তবে, কখনও কখনও বাস্তব আর কল্পনার সীমারেখা যে খুবই সীমিত, এই ঘটনা তা আবার প্রমাণ করল নতুন করে। জানা গিয়েছে যে বুধবার লুৎফন্নসার একটি বিমান, জার্মানি থেকে ব্যাঙ্ককগামী ফ্লাইট, এলএইচ ৭৭২-তে এ হেন ঘটনা ঘটেছে। সংবাদ-সংস্থা পিটিআইয়ের এক খবরে জানানো হয়েছে যে জার্মানির মিউনিখ থেকে লুৎফন্নসার ওই বিমান উড়ান দিয়েছিল ব্যাঙ্ককের উদ্দেশ্যে। কিন্তু এক যাত্রী দম্পতির পারস্পরিক কলহের জেরে দিল্লিতে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তা সকাল ১০টা ২৬ মিনিটে নামতে বাধ্য হয়।
advertisement
আরও পড়ুন: বাস্তবের বাহুবলী! একহাতে বাইক তুলে অবলীলায় ভাঙছেন সিঁড়ি, ভিডিও দেখলে আঁতকে উঠবেন
ঠিক কী ঘটেছিল বিমানে?
ওই বিমানের পাইলট জানিয়েছেন যে মিউনিখ ছাড়ার কিছুক্ষণ পরেই এক থাই মহিলা তাঁর কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। জার্মান স্বামীর বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ তাঁকে হুমকি দেওয়া হয়েছে, যার জেরে তিনি আতঙ্কিত বোধ করছেন এবং ঘটনার সুবিচার চেয়ে মূলত স্বামীর থেকে নিরাপদ থাকার তাগিদে নামতে চেয়েছেন গন্তব্যের আগেই। ঘটনার জের এমন পর্যায়েই পৌঁছে যায় যে বাধ্য হয়ে দিল্লিতে নামতে হয়।
জানা গিয়েছে যে সিআইএসএফ ওই দম্পতিকে বিমান থেকে নামিয়ে আনে, এর পর তাঁদের ওখানেই রেখে বিমান ফের রওনা দেয় ব্যাঙ্ককের দিকে।
মাঝে মাঝেই হালে প্রকাশ্যে আসে মাঝ আকাশে এমন বিড়ম্বনার পরিস্থিতির খবর। কিছু দিন আগে যেমন এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে এক যাত্রীর বিমানসেবিকাকে হেনস্তার অভিযোগ উঠেছিল। ওই ব্যক্তি অশ্লীল মন্তব্য এবং বিমানে দৌড়াদৌড়ি করে সকলকে আতঙ্কিত করার দায়ে অভিযুক্ত বলে জানা গিয়েছিল।