TRENDING:

Mid Air Husband Wife Fight: মাঝ আকাশে দাম্পত্য কলহ উঠল তুঙ্গে! ব্যাঙ্ককগামী বিমান নামতে বাধ্য হল দিল্লিতে, তারপর...

Last Updated:

Mid Air Husband Wife Fight: জার্মানির মিউনিখ থেকে লুৎফন্নসার ওই বিমান উড়ান দিয়েছিল ব্যাঙ্ককের উদ্দেশ্যে। কিন্তু এক যাত্রী দম্পতির পারস্পরিক কলহের জেরে দিল্লিতে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তা সকাল ১০টা ২৬ মিনিটে নামতে বাধ্য হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনসমক্ষে অন্তরঙ্গতা জাহির করা যেমন অন্যদের পক্ষে অস্বস্তিকর হয়ে উঠতে পারে, তেমনই সেই তালিকায় অন্তর্ভুক্ত করতে হয় কলহকেও। প্রেমিক-প্রেমিকা বা দম্পতির পারস্পরিক বিবাদ এক লহমায় ভিড়ের মধ্যেও ফেলতে পারে শোরগোল। কিন্তু সম্প্রতি যা ঘটল, তা খুব সম্ভবত কারও কল্পনাতেও ছিল না। দাম্পত্য কলহের জেরে বিমান মাঝ আকাশ থেকে পথ বদলে অন্যত্র নামতে বাধ্য হল, এ কথা কেই বা কল্পনা করে উঠতে পারবেন!
দাম্পত্য কলহ উঠল এমনই তুঙ্গে, ব্যাঙ্ককগামী বিমান নামতে বাধ্য হল দিল্লিতে (প্রতীকী ছবি)
দাম্পত্য কলহ উঠল এমনই তুঙ্গে, ব্যাঙ্ককগামী বিমান নামতে বাধ্য হল দিল্লিতে (প্রতীকী ছবি)
advertisement

তবে, কখনও কখনও বাস্তব আর কল্পনার সীমারেখা যে খুবই সীমিত, এই ঘটনা তা আবার প্রমাণ করল নতুন করে। জানা গিয়েছে যে বুধবার লুৎফন্নসার একটি বিমান, জার্মানি থেকে ব্যাঙ্ককগামী ফ্লাইট, এলএইচ ৭৭২-তে এ হেন ঘটনা ঘটেছে। সংবাদ-সংস্থা পিটিআইয়ের এক খবরে জানানো হয়েছে যে জার্মানির মিউনিখ থেকে লুৎফন্নসার ওই বিমান উড়ান দিয়েছিল ব্যাঙ্ককের উদ্দেশ্যে। কিন্তু এক যাত্রী দম্পতির পারস্পরিক কলহের জেরে দিল্লিতে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তা সকাল ১০টা ২৬ মিনিটে নামতে বাধ্য হয়।

advertisement

আরও পড়ুন: বাস্তবের বাহুবলী! একহাতে বাইক তুলে অবলীলায় ভাঙছেন সিঁড়ি, ভিডিও দেখলে আঁতকে উঠবেন

ঠিক কী ঘটেছিল বিমানে?

ওই বিমানের পাইলট জানিয়েছেন যে মিউনিখ ছাড়ার কিছুক্ষণ পরেই এক থাই মহিলা তাঁর কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। জার্মান স্বামীর বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ তাঁকে হুমকি দেওয়া হয়েছে, যার জেরে তিনি আতঙ্কিত বোধ করছেন এবং ঘটনার সুবিচার চেয়ে মূলত স্বামীর থেকে নিরাপদ থাকার তাগিদে নামতে চেয়েছেন গন্তব্যের আগেই। ঘটনার জের এমন পর্যায়েই পৌঁছে যায় যে বাধ্য হয়ে দিল্লিতে নামতে হয়।

advertisement

জানা গিয়েছে যে সিআইএসএফ ওই দম্পতিকে বিমান থেকে নামিয়ে আনে, এর পর তাঁদের ওখানেই রেখে বিমান ফের রওনা দেয় ব্যাঙ্ককের দিকে।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

মাঝে মাঝেই হালে প্রকাশ্যে আসে মাঝ আকাশে এমন বিড়ম্বনার পরিস্থিতির খবর। কিছু দিন আগে যেমন এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে এক যাত্রীর বিমানসেবিকাকে হেনস্তার অভিযোগ উঠেছিল। ওই ব্যক্তি অশ্লীল মন্তব্য এবং বিমানে দৌড়াদৌড়ি করে সকলকে আতঙ্কিত করার দায়ে অভিযুক্ত বলে জানা গিয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mid Air Husband Wife Fight: মাঝ আকাশে দাম্পত্য কলহ উঠল তুঙ্গে! ব্যাঙ্ককগামী বিমান নামতে বাধ্য হল দিল্লিতে, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল