ভাল চাকরি পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বায়োডাটার জন্য। আসুন জেনে নেওয়া যাক সিভি তৈরির সময় কোন টিপস মাথায় রাখা উচিত। যে কোনও কোম্পানির এইচআর কিন্তু সবার আগে আপনার বায়োডাটা দেখবেন। ফলে সেখানে কোনও ভুল করা যাবে না।
প্রায়শই প্রার্থীরা তাদের বায়োডাটায় উল্লেখ করেন, তাঁরা কতগুলি কোম্পানিতে, কোন পদে কাজ করেছেন! তবে সিভিতে আসলে উল্লেখ করতে হয়, আপনি সংশ্লিষ্ট কোম্পানিগুলি থেকে কী কী অর্জন করেছেন!আপনার সিভি-তে সেটা লেখা থাকলে তা অন্যদের তুলনায় আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে।
advertisement
আরও পড়ুন- বরফ পড়ছে না তাই মন খারাপ, আসব না অফিসে..মহিলা কর্মীর ছুটি মঞ্জুর করে ভাইরাল বস!
বায়োডাটা আপনার চাকরির প্রোফাইল অনুযায়ী হতে হবে। সেখানে আপনার হবি, পার্সোনাল ডিটেলস প্রয়োজনের বেশি হওয়া চলবে না। মনে রাখবেন, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়, এমন কোনও তথ্য না লেখাই ভাল।
অনেক সময় নিজেদের ভাল প্রার্থী হিসেবে প্রমাণ করার জন্য প্রার্থীরা এমন কিছু করে যা সমস্যা তৈরি করতে পারে। কিছু প্রার্থী বায়োডাটা আকর্ষণীয় করে তুলতে অদ্ভুত ওকঠিন শব্দ ব্যবহার করেন। এমনটা করা উচিত নয়।
খুব দীর্ঘ এবং অপ্রয়োজনীয় বিবরণ লেখার দরকার নেই। সিভি হতে হবে একেবারে ঝকঝকে। এখন canva-র মতো অনেক অ্যাপ আছে, সেখানে আপনি নিজের ইচ্ছেমতো সিভি বানিয়ে নিতে পারেন।
আরও পড়ুন- ট্রেনে কোনও বিপদ হলে কোন নম্বরে ফোন করতে হয়? এই তিন সংখ্যা সবার জানা দরকার
আপনার যদি কোনও স্পেশাল কোর্স-এর সার্টিফিকেট থাকে, সেটা বায়োডাটায় উল্লেখ করতে ভুলবেন না। নিজের স্পেশালাইজেশন-কে গুরুত্ব দিতে ভুলবেন না।