বিয়ে বাড়ি (Indian weddings) মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। নানা বিয়ে বাড়িতে নানা ধরণের ঘটনা ঘটে। বলা ভাল, বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে তা সেই বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় (social media) বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। তেমনই ফের বিয়ে বাড়ির এক আজব ঘটনা সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে।
advertisement
বিয়ের মণ্ডপে উড়ছে রাশি রাশি টাকা। পিচ রঙা সালোয়ার কামিজে নতুন জামাইয়ের সামনেই মণ্ডপ কাঁপিয়ে নেচে চলেছেন শাশুড়ি মা! সিংহাসনে বসে সেই নাচ উপভোগ করছেন মেয়ে-জামাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওটি দেখে নেটিজেনরা শাশুড়ি মায়ের নাচে মুগ্ধ হয়ে গিয়েছেন। অনেকেই বলেছেন, 'এই বয়সে এমন ফিটনেট? হিংসে হচ্ছে।'
ভিডিও দেখে আপনাকে বলতেই হবে 'age is just a number'। জানা গিয়েছে, ভিডিওটি দম্পতির বাগদানের দিনের। সেখানেই পাঞ্জাবি গানে মেয়ের মায়ের পারফরমেন্স ছিল নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকে ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। তাদের বেশিভাগই কনের মায়ের নাচের ভূয়সী প্রশংসা করেছেন। লাভ রিয়্যাক্ট দিয়ে ভালবাসা জানিয়েছেন আগুন ধরানো পারফরমেন্সের।