বিয়ে বাড়ি (Indian weddings) মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। নানা বিয়ে বাড়িতে নানা ধরণের ঘটনা ঘটে। বলা ভাল, বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে তা সেই বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় (social media) বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। তেমনই একটি আজব ঘটনা ফের সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপেই বিয়ের অনুষ্ঠান চলাকালীন কনেকে জাপটে তাঁর ঠোঁটে ঠোঁট চেপে আচমকা চুমু খেতে শুরু করেছেন বর (suddenly grabs the bride’s neck and tries to kiss her)। যার জেরে আশে-পাশে উপস্থিত আত্মীয়-স্বজনরা বেজায় অস্বস্তিতে পড়ে যান।নিজেদের মধ্যে ঠেলাঠেলি, হাসাহাসি শুরু হয়ে যায়। বর নিজেও বেজায় লজ্জায় পড়ে যান এমন ঘটনায়। পরে অবশ্য জানা যায়, বর যে ঘটনা ঘটিয়েছে, সেটি বিয়ের আচারের (wedding ritual) অংশ। যেখানে নতুন স্ত্রীর মুখে থাকা পানের অংশ কেড়ে নিতে হবে, হাত না দিয়ে। ফলে এভাবেই বর নতুন কনের মুখ থেকে পান কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
সে যাই হোক না কেন, বিয়ে বাড়িতে উপস্থিত আত্মীয়দের মধ্যে অনেকেই ভিডিও করছিলেন, ফলে সেই অংশও ক্যামেরাবন্দি করে নেন। এরপর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই হাজার হাজার নেটাগরিক ভিডিওটি দেখে ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন, 'এ সব নিয়ম এখনও হয়?' আবার অনেকে ভিডিওতে লাভ বা হাসির ইমোজি দিয়ে নিজেদের মত জানিয়েছেন।