কর্নাটকে বিয়ে হওয়ার কথা ছিল টুমকুরের এক তরুণ এবং হানাগালুর এক তরুণীর। বিয়ের আগে বরের তরফ থেকে পণ চাওয়ারও অভিযোগ ওঠে। জানা গিয়েছে বিয়ের আগে পণ হিসাবে সোনা এবং বেঙ্গালুরুতে জমি চেয়েছিল বরের পরিবার।
advertisement
আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?
বিয়ের আগে তরুণ এবং তরুণীর দেখা সাক্ষাৎ হয়, দুই পরিবারের লোকেরা মিলে, বিয়ের দিন ঠিক করে ৫ মে। কনেপক্ষের তরফ থেকে বিয়ের সব রকম আয়োজন করা হয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হল বিয়ের দিন। বরপক্ষের অভিযোগ বিয়ের দিন বরযাত্রীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেনি কনের পরিবার। যার ফলে ক্ষুব্ধ হয় বরের পরিবার। তারা মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দিতে অস্বীকার করে। বর হাতের থেকে আংটি খুলে দিয়ে জানান তিনি এই বিয়ে করতে চান না। বাধ্য হয়ে বিয়ে বাতিল করতে হয় কনেপক্ষকে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 6:37 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral news: বিয়েতে বরযাত্রীদের মিষ্টি পরিবেশন করা হয়নি, রাগে বিয়ে ভেঙে দিল বরের পরিবার