TRENDING:

Viral news: বিয়েতে বরযাত্রীদের মিষ্টি পরিবেশন করা হয়নি, রাগে বিয়ে ভেঙে দিল বরের পরিবার

Last Updated:

Viral news: বিয়ে মানেই ঘটনার ঘনঘটা। বিয়ের পিঁড়িতে বসেও বিয়ে বাতিলের বিভিন্ন ঘটনা ঘটে। অধিকাংশ সময়েই বিয়ে বাতিলের কারণ হিসাবে সামনে আসে পণ নিয়ে ঝামেলা বা বর বা কনের পালিয়ে যাওয়ার ঘটনা। কিন্তু কর্নাটকে এক অদ্ভুত কারণে বিয়ে বাতিলের ঘটনা ঘটল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বিয়ে মানেই ঘটনার ঘনঘটা। বিয়ের পিঁড়িতে বসেও বিয়ে বাতিলের বিভিন্ন ঘটনা ঘটে। অধিকাংশ সময়েই বিয়ে বাতিলের কারণ হিসাবে সামনে আসে পণ নিয়ে ঝামেলা বা বর বা কনের পালিয়ে যাওয়ার ঘটনা। কিন্তু কর্নাটকে এক অদ্ভুত কারণে বিয়ে বাতিলের ঘটনা ঘটল। বিয়েতে বরযাত্রীদের মিষ্টি পরিবেশন করহা হয়নি বলে বিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটল।
advertisement

আরও পড়ুন: ১৭৪ বলে ৩৬ রান করে নটআউট! বিরাটের স্ট্রাইক রেট নিয়ে তরজার মধ্যেই ভাইরাল গাভাসকরের ইনিংস, গোহারা হারে ভারত

কর্নাটকে বিয়ে হওয়ার কথা ছিল টুমকুরের এক তরুণ এবং হানাগালুর এক তরুণীর। বিয়ের আগে বরের তরফ থেকে পণ চাওয়ারও অভিযোগ ওঠে। জানা গিয়েছে বিয়ের আগে পণ হিসাবে সোনা এবং বেঙ্গালুরুতে জমি চেয়েছিল বরের পরিবার।

advertisement

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিয়ের আগে তরুণ এবং তরুণীর দেখা সাক্ষাৎ হয়, দুই পরিবারের লোকেরা মিলে, বিয়ের দিন ঠিক করে ৫ মে। কনেপক্ষের তরফ থেকে বিয়ের সব রকম আয়োজন করা হয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হল বিয়ের দিন। বরপক্ষের অভিযোগ বিয়ের দিন বরযাত্রীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেনি কনের পরিবার। যার ফলে ক্ষুব্ধ হয় বরের পরিবার। তারা মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দিতে অস্বীকার করে। বর হাতের থেকে আংটি খুলে দিয়ে জানান তিনি এই বিয়ে করতে চান না। বাধ্য হয়ে বিয়ে বাতিল করতে হয় কনেপক্ষকে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral news: বিয়েতে বরযাত্রীদের মিষ্টি পরিবেশন করা হয়নি, রাগে বিয়ে ভেঙে দিল বরের পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল