TRENDING:

মেয়েকে কামড়েছিল, সেই রাগে প্রতিশোধ নিতে জ্যান্ত কাঁকড়া গিলে গুরুতর অসুস্থ বাবা

Last Updated:

রাগে প্রায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন বাবা। বেমালুম সব কিছু ভুলে কাঁকড়াটিকে ধরে সটান পুরে দেন মুখে। জ্যান্ত কাঁকড়াটিকে গিলে ফেলেন ওই ব্যক্তি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝেজিয়াং, চিন: আদরের মেয়েকে কামড়েছিল কাঁকড়া। সেই রাগে প্রায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন বাবা। বেমালুম সব কিছু ভুলে কাঁকড়াটিকে ধরে সটান পুরে দেন মুখে। জ্যান্ত কাঁকড়াটিকে গিলে ফেলেন ওই ব্যক্তি! কিন্তু তার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনাটি ঘটেছে চিনে।
advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ওই দেশের পূর্ব উপকূলীয় প্রদেশে বসবাসকারী ৩৯ বছর বয়সী লু এই কাণ্ডটি ঘটিয়েছিলেন। দুই মাস ধরে পিঠে ব্যথার সমস্যায় ভুগছিলেন লু।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তুলকালাম! ৮ পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ১১ সন্তানের জন্ম, তবুও অতৃপ্ত মহিলা! টার্গেট ৩০ জনের মুখে শুনবেন মা ডাক

advertisement

এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মেডিকেল রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, লু-এর বুক, পাকস্থলী, লিভার এবং পরিপাকতন্ত্রের প্যাথোলজির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। কিন্তু প্রথম দিকে এর সঠিক কারণ নির্ণয় করে উঠতে পারেননি চিকিৎসকরা।

আরও পড়ুন: মন দিয়ে বাইক সারাচ্ছে ‘মেকানিক’ বাঁদর! ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা

advertisement

স্ত্রী অবশেষে খুলে বলেন পুরো ঘটনা:

হাসপাতালের পরিপাকতন্ত্র বিভাগের প্রধান ডা. কাও কিয়ান-এর বক্তব্য, “লু কখনও অস্বাভাবিক কিছু খেয়েছেন কি না, তাঁকে বারবার জিজ্ঞাসা করেছি আমরা। এমনকী অ্যালার্জি হতে পারে এমন কোনও কিছু খেয়েছেন কি না, সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। কিন্তু লু কোনও উত্তর দিতে পারেননি। পরে অবশ্য পুরো ঘটনা খুলে বলেন লু-র স্ত্রী। এর পরে জ্যান্ত কাঁকড়াটি খেয়ে নেওয়ার ঘটনা স্বীকার করেন লু।”

advertisement

চিকিৎসকদের সাবধান বাণী:

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

গোটা ঘটনার কথা সংবাদমাধ্যমের কাছেও জানিয়েছেন ডা. কাও। ওই চিকিৎসকের কথায়, একটি জলধারা পার হচ্ছিলেন লু এবং তাঁর মেয়ে। সেই সময় মেয়েটিকে কামড়ায় ছোট্ট একটি কাঁকড়া। এতেই বেজায় ক্ষেপে যান লু। প্রতিশোধপরায়ণ হয়ে সটান গিলে নেন জ্যান্ত কাঁকড়াটিকে। আর তার পর থেকেই শুরু হয় সমস্যা। রক্ত পরীক্ষায় দেখা গিয়েছে যে, লু-এর অন্তত তিনটি সংক্রমণ হয়েছে। তিনি বর্তমানে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কিন্তু কাঁচা অবস্থায় কাঁকড়ার মাংস কিংবা জ্যান্ত কাঁকড়া খাওয়ার বিষয়ে মানুষকে সতর্ক করছেন চিকিৎসকেরা। এই সতর্কতা জারি করার কারণ হল, চিনে কাঁকড়া খাওয়া অতি সাধারণ একটি ব্যাপার। যাতে চিনের মানুষ এই অভ্যেস থেকে বিরত থাকেন, তাই আরও বেশি করে সাবধান করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মেয়েকে কামড়েছিল, সেই রাগে প্রতিশোধ নিতে জ্যান্ত কাঁকড়া গিলে গুরুতর অসুস্থ বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল