এখন দেখে নেওয়া যাক মহাষ্টমীর নির্ঘণ্ট ও সময়সূচি-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
৩০ আশ্বিন (ভাঃ ২৫ আশ্বিন), ইং ১৭ অক্টোবর, ২০১৮, বুধবার—অষ্টমী দিবা ঘ ১২/৫০। শ্রীশ্রীদুর্গা মহাষ্টমী। পূর্বাহ্ন ঘ ৯/২৭ মধ্যে কিন্তু কালবেলানুরোধে ঘ৮/৩০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টম্যাদি কল্পারম্ভ(পঞ্চম কল্প) ও কেবল মহাষ্টমী কল্পে (ষষ্ঠ কল্প) পূজা প্রশস্তা। মহাষ্টমী ও বীরাষ্টমীর ব্রতোপবাস। আরতি ও পুস্পাঞ্জলি। সন্ধ্যায় সন্ধ্যারতি। কুমারী পূজা। দিবা ঘ১২/২৬ গতে সন্ধিপূজারম্ভ, দিবা ঘ ১২/৫০ গতে বলিদান, দিবা ঘ ১/১৪ মধ্যে সন্ধিপূজা সমাপন।
advertisement
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে সময়সূচি-
৩০ আশ্বিন (ভাঃ ২৫ আশ্বিন), ইং ১৭ অক্টোবর, বুধবার—
সূর্যোদয় ঘ ৫/৩৭/৬ সেকেন্ড, সূর্যাস্ত ঘ ৫/৬/৪৭ সেকেন্ড। পূর্বাহ্ন ঘ ৯/২৭/০ সেকেন্ড।
মহাষ্টমী ঘ ১২/২৫/৪৫ সেকেন্ড পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে কিন্তু কালবেলানুরোধে ঘ ৮/২৯/৩১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মত)। পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস। ঘ ১২/১/৪৫ থেকে ১২/৪৯/৪৫ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা।
ঘ ১২/১/৪৫ সেকেন্ড থেকে সন্ধিপূজারম্ভ। ঘ ১২/২৫/৪৫ সেকেন্ড থেকে বলিদান।
ঘ ১২/৪৯/৪৫ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা সমাপন।